সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ম্যাকগ্রার পাশে স্টার্ক

ক্রীড়া ডেস্ক

ম্যাকগ্রার পাশে স্টার্ক

অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রার রেকর্ডের অভাব নেই। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ উইকেট (৭১টি) শিকার করেছেন তিনি। তার একটা রেকর্ডে ভাগ বসালেন আরেক অস্ট্রেলীয় মিচেল স্টার্ক। এক বিশ্বকাপে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করেছিলেন গ্লেন ম্যাকগ্রা। ২০০৭ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সেমিফাইনালের আগেই সেই রেকর্ডে ভাগ বসালেন মিচেল স্টার্ক। ২৬ উইকেট শিকার করেছেন তিনি। অস্ট্রেলিয়া ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলে স্টার্কের হাতে আরও দুটি ম্যাচ বাকি। সেক্ষেত্রে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন তিনি! এবার বিশ্বকাপের শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট শিকার করেছেন স্টার্ক। ৫টি করে উইকেট শিকার করেছেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪টি করে উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে। তার বিধ্বংসী বোলিংয়েই ফেবারিট প্রতিপক্ষরা কুপোকাত হয়েছে। ভারত ও আফগানিস্তানের বিপক্ষেই তিনি কেবল ১টি করে উইকেট শিকার করেছেন। ২টি করে উইকেট শিকার করেছেন পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দেখা যাক, এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটা কোথায় গিয়ে শেষ করেন তিনি!

সর্বশেষ খবর