সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
রানের উৎসব

লিগ পর্বেই ২৯ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক রোহিত শর্মা। বিশ্বকাপের লিগ পর্বের ৮ ম্যাচে প্রতিপক্ষ বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে একাই করেছেন ৫টি সেঞ্চুরি। অবিশ্বাস্য! বাকি আছে সেমিফাইনাল ও ফাইনাল। যদি দুটি ম্যাচই খেলেন রোহিত, তাহলে কোথায় থামবেন? রোহিতের বিশ্বকাপে আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার ২ সেঞ্চুরিতে রান করেছেন ৬০৬। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান রোহিতের ৬৪৭। দুইয়ে ডেভিড ওয়ার্নারের রান ৬৩৮। লিগ পর্বে সেঞ্চুরির সংখ্যা এখন পর্যন্ত ২৯টি। 

বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান একাই সেঞ্চুরি করেছেন ৫টি। ছয়শোর্ধ্ব রান করেছেন তিন ক্রিকেটার। এর আগে ২০০৩ সালে শচিন টেন্ডুলকার ৬৭৩ ও ২০০৭ সালে ম্যাথু হেইডেন ৬৫৯ রান করেছিলেন। যেখানে ৫০০ রান করা কঠিন, এবার পাঁচশোর্ধ্ব রান করেছেন উপরোক্ত তিনের সঙ্গে অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৫০৭) ও ইংলিশ স্মার্ট ক্রিকেটার জো রুট(৫০০)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর