মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন ব্রাজিল

দীর্ঘ এক যুগ পর কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল। রবিবার গভীর রাতে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে কোপা আমেরিকা ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে সিলেকাওরা। এ জয়ে কোপা আমেরিকায় নবম শিরোপা ঘরে তুলল ব্রাজিল। সর্বশেষ সিলেকাওরা ২০০৭ সালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। নিজেদের মাটিতে কোপা আমেরিকার ফাইনাল। প্রতিপক্ষ পেরু। মাঠে নামার আগেই যেন ম্যাচটা জিতে নিয়েছিল ব্রাজিল। গ্রুপ পর্বে এই পেরুকেই ৫-০ গোলে হারিয়েছিল সিলেকাওরা। ফাইনালেও খুব একটা ব্যতিক্রম হয়নি। ম্যাচের ১৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এভারটন সুয়ারেজ। ৪৪ মিনিটে পাওলো গুয়েরেরোর গোলে পেরু সমতায় ফিরলেও প্রথমার্ধের শেষ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোলে আবার এগিয়ে যায় ব্রাজিল। ৭০ মিনিট দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ডের ইশরায় মাঠ ছাড়েন জেসুস। ১০ জনের দল নিয়েও ম্যাচের ৯০ মিনিটে আরও একটি গোল করে ব্রাজিল। রিচার্লিসন গোলটি করেন এবার। কোপা আমেরিকায় ব্রাজিল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ১৯১৯ সালে। ১০০ বছর পর আবারও চ্যাম্পিয়ন ব্রাজিল। সবমিলিয়ে নবম কোপা আমেরিকা জিতল তারা। ল্যাটিন আমেরিকার এই টুর্নামেন্টে উরুগুয়ে সর্বোচ্চ ১৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্টিনা জিতেছে ১৪ বার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর