মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

উইজডেনের বিশ্বকাপ সেরা তালিকায় সাকিব

ক্রীড়া প্রতিবেদক

উইজডেনের বিশ্বকাপ সেরা তালিকায় সাকিব

সেমি ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। স্বপ্ন ভঙের বেদনা নিয়ে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। টাইগাররা না পারলেও বিশ্বকাপকে নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। প্রতি ম্যাচে রানের ফাল্গুধারা ছুটিয়ে বাংলাদেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় ঠাঁই দিয়েছেন। তার পুরস্কারও পাচ্ছেন হাতে হাতে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে অভিজাত ক্রিকেট ম্যাগাজিনের বিশ্বকাপ ক্রিকেটের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান করা সাকিব। লিগ পর্ব শেষ। আজ শুরু সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে ফুটবল নগরী ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত ও নিউজিল্যান্ড। ১১ জুলাই বৃহস্পতিবার এজবাস্টনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। ১৪ জুলাই লর্ডসে ফাইনাল। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নের দেখা পেতে অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ঠিক তখনই লিগ পর্বের ৪৫ ম্যাচ শেষে ১০ দলের ১৫০ ক্রিকেটারের মধ্যে থেকে উইজডেন সেরা তিন পারফরমার ও বাজে তিন পারফরমারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সুখবর সেরা তিন পারফরমারের একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বাকি দুজনের একজন পাকিস্তানের বাবর আজম ও আরেকজন ভারতের মোহাম্মদ সামী। বাবর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেই বাজিমাত করেন। ৮ ম্যাচে বাবরের রান এক সেঞ্চুরিতে ৪৭৪। বিশ্বকাপে পাকিস্তানের যে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। সামী খেলেছেন মাত্র ৪ ম্যাচ। তাতে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ তার উইকেট সংখ্যা ১৪।

 

সর্বশেষ খবর