মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তারকার লড়াই

তারকার লড়াই

ব্যাটিং

♦ ভারতের রোহিত শর্মা ৮ ম্যাচে ৬৪৭ রান করে এবারের বিশ্বকাপে সবার ওপরে আছেন। টেন্ডুলকারের রেকর্ড (৬৭৩) ভাঙার অপেক্ষায় আছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ৪৮১ রান করেছেন ৮ ম্যাচে। ব্যাটিংয়ে আজ এ দুজনের লড়াইয়ে দৃষ্টি থাকবে দর্শকদের।

 

বোলিং

♦ ভারতের জশপ্রীত বুমরাহ ৮ ম্যাচে শিকার করেছেন ১৭ উইকেট। এবারের বিশ্বকাপে ধারাবাহিকভাবে ভালো বোলিং করেছেন তিনি। সেরা বোলিং ৪/৫৫। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৮ ম্যাচে শিকার করেছেন ১৫ উইকেট। সেরা বোলিং ৪/৩০। বোলিং আজ এ দুজনের লড়াইটা মুখ্য হয়ে উঠতে পারে।

 

কোচ

♦ ভারতের কোচ রবি শাস্ত্রী একজন তারকা ক্রিকেটার ছিলেন। আশির দশকে তার বেশ নাম ডাক ছিল। অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন। ২০১৭ সালে কোচ হিসেবে দায়িত্ব নিয়ে ভারতীয় দলকে দুর্দান্ত হিসেবে গড়ে তুলেন। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড ক্রিকেটার হিসেবে তেমন একটা পরিচিত নন। তবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কোচ হিসেবে বেশ সফল তিনি। আজ সেমিফাইনালে দুই কোচেরও লড়াই হবে খাতা-কলমে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর