বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ফেদেরারের শততম জয়ের অপেক্ষা

ফেদেরারের শততম জয়ের অপেক্ষা

উইম্বলডনের চতুর্থ রাউন্ডে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে দারুণ এক রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছেন সুইস তারকা রজার ফেদেরার। এটা ছিল উইম্বলডনে তার ৯৯তম জয়। আজ কোয়ার্টার ফাইনালে জাপানের কেই নিশিকুরিকে হারালেই উইম্বলডনে ওপেন যুগে প্রথম পুরুষ সেঞ্চুরিয়ান হবেন ফেদেরার। মার্টিনা নাভ্রাতিলোভা সর্বোচ্চ ১২০টি ম্যাচ জিতেছেন উইম্বলডনে। কেবল উইম্বলডনেই নয়, ওপেন যুগে যে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয়ের সেঞ্চুরি হবে এটা। রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনে ৯৭টি, ইউএস ওপেনে ৮৫টি এবং ফ্রেঞ্চ ওপেনে ৭০টি ম্যাচ জিতেছেন। অস্ট্রেলিয়া ওপেনে তালিকার শীর্ষে থাকলেও ইউএস ওপেনে জিমি কনোর (৯৮টি) এবং ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের (৯৩টি) পেছনে আছেন সুইস তারকা। ৩৭ বছরের বুড়ো রজার ফেদেরার একের পর এক ম্যাচ জিতে নিজেকে তরুণ হিসেবেই প্রমাণ করছেন।

সর্বশেষ খবর