বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নেইমারের আচরণে ক্ষুব্ধ পিএসজি

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ফুটবলে গুজব রটেছে, নেইমারকে চলে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে ফরাসি ক্লাব পিএসজি। বার্সেলোনার সাবেক তারকা কার্লোস পুয়ল কাতালান ক্লাব কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন, অতীত ভুলে নেইমারকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতে। রিয়াল মাদ্রিদও নেইমারের পিছু নিয়েছে দীর্ঘদিন আগেই। সবমিলিয়ে পিএসজিতে নেইমারের ভবিষ্যৎ হয়ত খুব বেশি দিনের নয়। এসব বিবেচনায় ব্রাজিলিয়ান তারকার মধ্যে কিছুটা ঢিলেমি এসেছে। পিএসজির মৌসুম-পূর্ব অনুশীলনে সময়মতো হাজির হতে পারেননি তিনি। এতেই ক্ষেপেছে ফরাসি ক্লাব কর্তৃপক্ষ। তারা এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘সময়মতো যেখানে থাকার কথা নেইমার জুনিয়র সেখানে থাকতে পারেননি। এটা পিএসজি ঠিকই টুকে রেখেছে। ক্লাবের পূর্বানুমতি ব্যতীতই এমনটা করেছেন নেইমার। এই ঘটনায় ক্লাব খুবই বিরক্ত হয়েছে। এমন কাজের জন্য নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ দুই বছর আগে বার্সেলোনা থেকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে এসেছিলেন নেইমার। খুব বেশিদিন খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে অনেকটা সময় কাটিয়েছেন মাঠের বাইরেই। দেখা যাক, পিএসজি এবার কী সিদ্ধান্ত নেয়!

সর্বশেষ খবর