বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিশ্বকাপ নতুন চ্যাম্পিয়ন!

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৬ সালে নতুন দল হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সেবার তারা ফাইনালে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর আর নতুন চ্যাম্পিয়নের দেখা মিলছে না। ২৩ বছর পর সুযোগ এসেছে নতুন চ্যাম্পিয়নের। আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যদি ইংলিশরা জিতে যায় তাহলে ১৪ জুলাই ফাইনালে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। যারা জিতবে তারাই নতুন চ্যাম্পিয়নের খাতায় নাম লেখাবে। ইংল্যান্ডের তিনবার ফাইনাল খেলার রেকর্ড রয়েছে। কিন্তু শিরোপার বদলে রানার্সআপের ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। গতকাল ভারতকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল নিউজিল্যান্ড। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ ও ভারত দুবার, পাকিস্তান ও শ্রীলঙ্কা একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর