শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সেরা লড়াইয়ে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সেরা লড়াইয়ে সাকিব

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। ১০ দলের টুর্নামেন্টে অষ্টম হয়ে ফিরেছে। কিন্তু পারফরম্যান্সের ঔজ্জ্বল্যতা ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান। ৮ ইনিংসে ব্যাট করে দুই সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে রান করেছেন ৬০৬ এবং উইকেট নিয়েছেন ১১টি। অলরাউন্ডিং পারফরম্যান্সে এখন বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে টিকে রয়েছেন। লড়াইয়ে রয়েছেন ভারতের  রোহিত শর্মা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও ইংল্যান্ডের জোফরা আর্চার। বিশ্বকাপের ফাইনালের আগেই হয়তো ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর নাম ঘোষণা করবে আইসিসি। এ লড়াইয়ে সাকিব ছাড়াও টিকে আছেন রোহিত ৯ ইনিংসে ৫ সেঞ্চুরিসহ ৬৪৮, উইলিয়ামসন ৮ ইনিংসে ২ সেঞ্চুরিসহ ৫৪৯ রান করেন। এ ছাড়া অসি বাঁ হাতি ফাস্ট বোলার স্টার্ক ১০ ম্যাচে ৯২.২ ওভার বোলিং করে ৫০২ রানের খরচে উইকেট নেন ২৭টি। ওভার প্রতি রান দিয়েছেন ৫.৪৩। আর্চারের উইকেট সংখ্যা ১৯টি। ওভার প্রতি রান খরচ করেছেন ৪.৬১।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর