শিরোনাম
শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা
চ্যালেঞ্জ

পারবে নিউজিল্যান্ড!

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপের অন্যতম সেরা দল নিউজিল্যান্ড। আগের ১১টি আসরের মধ্যে ছয়বারই সেমিফাইনাল খেলেছে তারা। গতবার খেলেছে ফাইনালও। সবমিলিয়ে ১১বারে সাতবারই শীর্ষ চারে খেলেছে নিউজিল্যান্ড। গতবার ফাইনালে উঠলেও কাক্সিক্ষত শিরোপার স্পর্শ পায়নি কিউইরা। হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। তবে আরও একবার ফাইনালে উঠে ক্রিকেট বিশ্বে নিজেদের পরাশক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে তারা। চ্যাম্পিয়ন হলেই নিউজিল্যান্ড নাম লেখাবে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশে। অবশ্য কঠিন বাধা পাড়ি দিতে হবে কেন উইলিয়ামসনদের। ইংল্যান্ড অতীতে তিনবার ফাইনাল খেলেছে। একবারও জিততে পারেনি। ফাইনালে পরাজয়ের ক্ষত আছে দুই দলেরই। নিউজিল্যান্ডের এটা অবশ্য একেবারে তরতাজা। ইংল্যান্ড সর্বশেষ ফাইনাল খেলেছে ১৯৯২ সালে। হেরেছিল পাকিস্তানের কাছে। দেখা যাক, এবার কারা চ্যাম্পিয়ন হয়! তবে যারাই জিতুক, ক্রিকেট বিশ্বে এক নতুন চ্যাম্পিয়নের দেখা পাচ্ছে ভক্তরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর