রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিষ্যদের চাপমুক্ত খেলার পরামর্শ বেলিসের

ক্রীড়া প্রতিবেদক

শিষ্যদের চাপমুক্ত খেলার পরামর্শ বেলিসের

অস্ট্রেলিয়ার নাগরিক ট্রেভর বেলিস। প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। অথচ বিশ্বের অন্যতম সেরা কোচ। ২০১৫ থেকে ইংল্যান্ডকে কোচিং করাচ্ছেন। এই চার বছরে অসাধারণ সব ট্যাকটিসে আমূল বদলে ফেলেছেন ওয়ানডে ক্রিকেটটাকে। ইংল্যান্ডকে নিয়ে গেছেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ শিখরে। আজ লর্ডসে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে নামছে ইংল্যান্ড। প্রিয় শিষ্যরা বিশ্বকাপ জিতুক, মনেপ্রাণে চাইছেন। তবে জিততেই হবে-এমন চাপ নিতে নিষেধ করেছেন এউয়ান মরগান, জো রুটদের। বিশ্বকাপ শেষে ইংল্যান্ড অ্যাসেজ খেলতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার। বিশ্বকাপ এবং অ্যাসেজ জিতে ইংল্যান্ডের কোচিং ক্যারিয়ার শেষ করতে বেলিস, ‘আমি সব সময় বিশ্বাস করেছি, ৪/৫ বছর একটা দলের জন্য যথেষ্ট দীর্ঘসময়। আমি মনে করি ছেলেদের নতুন কণ্ঠ শোনার সময়। আশা করি নতুন কোচ ওদের অন্য পর্যায়ে নিয়ে যাবে।’

 

সর্বশেষ খবর