রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইংল্যান্ডকে ফেবারিট বললেন স্টিড

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডকে ফেবারিট বললেন স্টিড

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলছে নিউজিল্যান্ড। তাসমান পাড়ের দেশটি এবার স্বপ্ন দেখছে বিশ্বজয়ের। লর্ডসে ব্ল্যাক ক্যাপসদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। স্বাগতিক দলও স্বপ্ন দেখছে প্রথম বিশ্বজয়ের। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও বিশ্বাস করেন, ফাইনালে ফেবারিট ইংল্যান্ড। চার বছর আগে মেলবোর্নের ফাইনালে প্রতিবেশী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। এবার প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ব্ল্যাক ক্যাপস কোচ স্টিড, ‘আমি মনে করি না ফ্রেন্ডলি ফাইনাল হবে। আমার মনে হয় ২২ গজের মধ্যে দুদলই তীব্র লড়াই করবে। ইংল্যান্ড তাদের করণীয় কাজগুলো ভালোভাবে করেই ফাইনালে উঠেছে। তারা বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি। আজকের ফাইনালে তারা ফেবারিট হয়েই নামবে।’ গ্যারি স্টিড ১৯৯০ সালে লর্ডসে কাজ করেছেন গ্রাউন্ড স্টাফ হিসেবে। পরিচিত সেই ভেন্যুতে ২৯ বছর পর ফের নামছেন। তবে নিউজিল্যান্ডের বিশ্বজয়ের স্বপ্ন পূরণের মূল সেনাপতি হয়ে।

সর্বশেষ খবর