সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ম্যান অব দ্য টুর্নামেন্ট

অপেক্ষায় ছিলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছেন মাশরাফিরা। প্রস্তুতি নিচ্ছেন শ্রীলঙ্কা সফরের। বিশ্বসেরা সাকিব আল হাসান পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন চির শান্তির দেশ সুইজারল্যান্ডে। আইসিসি হঠাৎ করেই বিশ্বসেরা অলরাউন্ডারকে তলব করেছেন লন্ডনে আসতে। ফাইনাল ম্যাচ উপভোগ করতে। সত্যিই কি তাই? লর্ডসের বাতাসে ভেসে বেড়াচ্ছে ২০১৯ সালের বিশ্বকাপের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার জন্যই আইসিসির এই তলব। ফাইনালের সবুজ ঘাসের উইকেটে নিউজিল্যান্ড ব্যাটিং করা পর্যন্ত বিশ্বসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ক্রিকেটের শাসক সংস্থা। না করলেও সেরা খেলোয়াড়ের লড়াইয়ে উপরের দিকেই রয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব। ৫৭৮ রান নিয়ে রয়েছেন ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন, চলতি আসরে ৫টি সেঞ্চুরি হাঁকানো ভারতের রোহিত শর্মা, ২৭ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক, ১৯ উইকেট নিয়ে জোফরা আর্চার ও ৪৭৪ রান করা পাকিস্তানের বাবর আজম রয়েছেন লড়াইয়ে। রয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার জো রুট ও বেন স্টোকসও।

বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ব্যক্তিগত পারফরম্যান্স এবং দলের পারফরম্যান্সে প্রভাব দেখে। বাংলাদেশ সেমিফাইনাল না খেললেও সাকিবের অন্তর্ভুক্তির কারণ, ৮ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরিতে ৬০৬ রান এবং ১১ উইকেট। লড়াইয়ে সবার উপরে কিউই অধিনায়ক উইলিয়ামসন দলকে একা ফাইনালে টেনে তোলায়। বিশ্বকাপ শুরু ১৯৭৫ সালে। কিন্তু বিশ্বকাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার শুরু ১৯৯২ সালে রঙিন পোশাকে বিশ্বকাপ শুরুর পর। সেবার বিশ্বসেরা খেলোয়াড় হন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো ৪৫৬ রান করে। চার বছর পর ১৯৯৬ সালে ২২১ রান ও ৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সনৎ জয়সুরিয়া। ১৯৯৯ সালে টুর্নামেন্ট সেরা ল্যান্স ক্লুজনারের পারফরম্যান্স ২৮১ রান ও ১৭ উইকেট। ৬৭৩ রান করে ২০০৩ টুর্ণামেন্ট সেরা শচীন টেন্ডুলকার, ২০০৭ সালে ২৬ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা, ২০১১ সালে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে চ্যাম্পিয়ন ভারতের যুবরাজ সিং ও ২০১৫ সালে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বিশ্বকাপের গত সাত আসরে চ্যাম্পিয়ন দল থেকে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছেন চারজন। এবার কি টুর্নামেন্ট সেরা হবে চ্যাম্পিয়ন দল না, বাইরের কোনো দল থেকে? তবে ইতিহাস ও পরিসংখ্যান বলছে টুর্নামেন্ট সেরা আগের সাত ক্রিকেটারের দলই খেলেছে সেমিফাইনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর