মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নতুন কোচ

শ্রীলঙ্কা সিরিজে সুজন

ক্রীড়া প্রতিবেদক

নতুন কোচ

স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অভিভাবকশূন্য। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে না পারার ব্যর্থতায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইংলিশ বংশোদ্ভূত কোচকে। তার জায়গায় নতুন কোচ খুঁজছে বিসিবি। ইতিমধ্যে বেশ কিছু শর্তজুড়ে কোচের সন্ধানে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন দিলেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজে যে হেড কোচ পাচ্ছে না, এটা নিশ্চিত। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে টাইগাররা ২০ জুলাই যাচ্ছে শ্রীলঙ্কা। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সফর। সফরের ম্যাচ তিনটি ২৬, ২৮ ও ৩১ জুলাই। সফরের জন্য টাইগারদের কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজনের হাতে। শুধু সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে ভারতের সাবেক টেস্ট ওপেনার ওয়াসিম জাফর ও বোলিং কোচ চম্পকা রামানায়েকেকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান, ‘স্টিভ রোডস বিষয় এখন শেষ। এই মুুহূর্তে অন্য কোনো বিকল্প না থাকলেও খালেদ মাহমুদ আছেন। আমরা চাইছি তার হাতেই কোচিংয়ের দায়িত্ব তুলে দিতে। সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সিরিজে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন সুজন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর