মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিতর্ক

আলোচনায় সেই ৬ রান

ক্রীড়া প্রতিবেদক

বিতর্ক

ধর্মসেনা

এমন রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচ খুব কমই দেখেছে ক্রিকেটবিশ্ব। নির্ধারিত ওভারে ‘টাই’ হয় ম্যাচটি। এর পর সুপার ওভারেও ‘টাই’ হয় ম্যাচটি। কিন্তু বেশি বাউন্ডারি হাঁকানোর অদ্ভুত এক নিয়মে শোকের সাগরে ভেসে যায় নিউজিল্যান্ড। জিতে যায় ইংল্যান্ড। কিন্তু হঠাৎই দলটির বিশ্বজয়ে সমালোচনার কালো ছায়া পড়েছে। নির্ধারিত ম্যাচটির শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান। ১৪ রান নিয়ে ম্যাচ টাই করেন স্টোকসরা। ম্যাচ গড়ায় সুপার ওভারে। আদৌ কি ম্যাচ যাওয়ার কথা ছিল সুপার ওভারে? ভুল আম্পায়ারিংয়ের শিকার কি ব্ল্যাক ক্যাপসরা? শেষ ওভারের চতুর্থ বলে নেওয়া ৬ রান এখন জন্ম দিয়েছে বিতর্কের। চার নম্বর বলে দুই রান নিতে দৌড় দেন বেন স্টোকস। তখনই মিড উইকেট থেকে গাপটিল থ্রো করেন। বলটি স্টোকসের গায়ে লেগে বাউন্ডারি হয়। আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রানের সিগন্যাল দেন এবং সেটাই বিতর্কের জন্ম দেয়। বিতর্কিত ওই ৬ রান নিয়ে আইসিসি কী বলছে? নিয়ম বলছে, ওভার থ্রোয়ে যদি বাউন্ডারি হয়, তবে তার আগে সেই রান যোগ হবে, যে রান ব্যাটসম্যানরা ফিল্ডার বল ছোড়ার আগে নিজেদের ক্রস করেছেন। কিন্তু গাপটিল বল ছোড়ার সময় দেখা গেছে স্টোকস ও রশিদ রান নিলেও পরস্পরকে ক্রসিং করেননি। নিয়ম মেনে সেটা এক রান হবে। তাই দ্বিতীয় রান বাদ হলে স্কোর বোর্ডে যোগ হবে ৫ রান।     ৬ নয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর