বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

উৎসবের প্রস্তুতি নিতেই পারে কিংস

ক্রীড়া প্রতিবেদক

উৎসবের প্রস্তুতি নিতেই পারে কিংস

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ব্রাদার্সের বিপক্ষে গোল করছেন বসুন্ধরা কিংসের মতিন মিয়া -বাংলাদেশ প্রতিদিন

ইতিহাসটা লিখেই ফেলছে বসুন্ধরা কিংস। গতকাল নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে হারায় কিংস। এ জয়ের পর অবস্থা দাঁড়িয়েছিল বাকি চার ম্যাচের মধ্যে দুটোতে জিতলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে যাবে বসুন্ধরা কিংস। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে হিসাবটা পাল্টে গেল। সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ৪-০ গোলে হারায় ঢাকা আবাহনীকে। আর এ হারে পেশাদার লিগে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন বিলীন হয়ে যায় আবাহনীর। কেননা ২১ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৫১ হলেও মূলত তারা কিংসের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে গেল। এক ম্যাচ কম খেলে বসুন্ধরার সংগ্রহ ৫৮।

এখন পরবর্তী ম্যাচে শেখ রাসেলকে হারাতে পারলেই নতুন দল হিসেবে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। গড়বে ঘরোয়া ফুটবলে নতুন এক ইতিহাস। এর আগে কোনো ক্লাবই অভিষেক আসরে লিগের ট্রফি জিততে পারেনি। শেখ রাসেল ছাড়াও কিংসের ম্যাচ বাকি মোহামেডান, সাইফ ও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। ফুটবলেও অঘটন ঘটে, কিন্তু যারা এখন পর্যন্ত ২০ ম্যাচে ১৯টিই জয় পেয়েছে তারা ১ ম্যাচ জিতবেই- এ কথা নিশ্চিত বলা যায়। সুতরাং বসুন্ধরা কিংস উৎসবের প্রস্তুতি নিতেই পারে।

শিরোপা জেতার মতোই দল গড়েছে বসুন্ধরা কিংস। একের পর এক ম্যাচ জিতে তার প্রমাণও রাখছে নবাগত দলটি। নীলফামারীতে কাল মতিন মিয়া ম্যাজিকে পাত্তাই পায়নি একসময়ের দেশসেরা দল ব্রাদার্স ইউনিয়ন। শুরু থেকেই মাঠ নিয়ন্ত্রণে নেয় কিংস। সত্যি কথা বলতে কি, কলিনড্রেসদের দাপুটে লড়াইয়ের সামনে ব্রাদার্সকে মহল্লার দলই মনে হচ্ছিল। তবু গোল পেতে ৩০ মিনিট পেরিয়ে যায়। ৩২ মিনিটে কিংসকে এগিয়ে রাখেন মো. ইব্রাহিম।

এরপর মতিন মিয়ার ম্যাজিক শুরু। ৩৯ মিনিটেই তিনি জালে বল পাঠালে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কিংস। জাতীয় দলের এই অপরিহার্য খেলোয়াড় ব্রাদার্সের ডিফেন্স লাইন ভেঙে চুরমার করে ফেলেন। ৪৯ মিনিটে ফের মতিনের গোল। আট মিনিট পর তার হ্যাটট্রিক পূরণ। অতিরিক্ত সময়ে ব্যবধান ৫-০ করেন আলমগীর কবির রানা।

নীলফামারীর মতো হ্যাটট্রিক হয়েছে কাল নোয়াখালীতেও। রাফায়েলের হ্যাটট্রিকে শেখ রাসেল ক্রীড়া চক্র ৪-০ গোলে হারায় নোফেলকে। বাকি গোলটি করেন বিপ্লব। এদিকে বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জ ৩-২ গোলে হারায় টিম বিজেএমসিকে। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ও আরামবাগ ১-১ গোলে ড্র করে।

সর্বশেষ খবর