বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আবাহনী-মোহামেডান লড়াই

৫০ মাস পর সাদাকালোর জয়

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-মোহামেডান লড়াই

মোহামেডানের উল্লাস

রেলিগেশন শঙ্কা এড়াতে লড়ছে মোহামেডান। আবাহনী লড়াই করছে শিরোপা অক্ষুণœ রাখতে। দুই দর্শকপ্রিয় দল গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল। ফেডারেশন কাপ জয়ী আবাহনীকে নিয়ে ছেলেখেলা করেছে মোহামেডান। ভারী মাঠে বলের পূর্ণ দখল নিয়ে ১৯৭৫ সালের পর ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আকাশি-হলুদ শিবিরকে। শুধু তাই নয়, আবাহনীর বিপক্ষে সাদা-কালো শিবির জয় পেল প্রায় ৫০ মাস পর। মতিঝিল পাড়ার দলটি সর্বশেষ জিতেছিল ২০১৫ সালের ২০ মে। ঐতিহাসিক এই জয়ে মোহামেডানের পয়েন্ট ২০ ম্যাচে ৫ জয়ে ২০। হেরে যাওয়ায় আবাহনীর পয়েন্ট ২১ ম্যাচে ৫১। তকলিসের জোড়া গোল এবং সুলেমান দিয়াবাত ও জাহিদ হোসেন এমিলির গোলে মোহামেডানের জয়ে লাভ হয়েছে নবাগত দল বসুন্ধরা কিংসের। পরের ম্যাচে জয় পেলেই চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। গতকাল কর্দমাক্ত মাঠে আবাহনীকে দাঁড়াতেই দেয়নি আক্রমণাত্মক ফুটবল খেলে। গতিশীল ফুটবল খেলে আবাহনীকে দুই অর্ধে দুটি করে চার গোল দেয়। ১৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে সুলেমানের মাইনাসে বাঁ পায়ের জোড়াল শটে মোহামেডানকে ১-০ গোলে এগিয়ে নেন তকলিস আহমেদ। দ্বিতীয় গোলটিও করেন তকলিস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান ২-০ করেন তকলিস দারুণ এক গোলে। ওই গোলের পরই প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধে আবাহনী ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোল পায়নি। ৫০ মিনিটে সুলেমান ব্যবধানে ৩-০ করেন সুলেমান। ৬৬ মিনিটে দুরন্ত হেডে ৪-০ করেন এমিলি। মোহামেডান ১৯৭৫ সালে আবাহনীকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর