বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দল ঘোষণা

শ্রীলঙ্কা সিরিজে তাইজুল এনামুল

ক্রীড়া প্রতিবেদক

টানা খেলার ধকল সামলাতে সাকিব আল হাসান  বিশ্রাম চেয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে। বিসিবি আবেদন মঞ্জুর করেছে বিশ্বসেরা অলরাউন্ডারের। বিয়ের জন্য ছুটি পেয়েছেন লিটন দাস। দুজনকে ছাড়াই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য যে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক থাকছেন মাশরাফি বিন মর্তুজা। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও ওপেনার কাম উইকেটরক্ষক এনামুল হক বিজয়। বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ রাহী। টাইগাররা ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়বে ২০ জুলাই। ২৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সফর। ওয়ানডে তিনটি ২৬, ২৮ ও ৩১ জুলাই।

স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘সাকিবের জায়গায় একজন বাঁহাতি স্পিনার দরকার। সেজন্য তাইজুলকে নিয়েছে। লিটনের জায়গায় এনামুল বিজয়কে নিয়েছি ওপেনার হিসেবে।’

বাংলাদেশ স্কোয়াড : মাশরাফি, মাহমুদুল্লাহ, মিরাজ,  মিঠুন, সাইফউদ্দিন, মুশফিক, মুস্তাফিজ, রুবেল, সাব্বির, সৌম্য, তামিম , মোসাদ্দেক, তাইজুল ও এনামুল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর