শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মোসাদ্দেকের ফেবারিট বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মোসাদ্দেকের ফেবারিট বাংলাদেশ

মোসাদ্দেক সৈকতকে টিপস দিচ্ছেন ব্যাটিং ওয়াসিম জাফর -বাংলাদেশ প্রতিদিন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন না। বিশ্রাম নিয়েছেন। বিয়ের জন্য নাম সরিয়ে নিয়েছেন লিটন দাস। বিশ্বসেরা অলরাউন্ডার দুরন্ত ব্যাটিং করেছেন বিশ্বকাপে। দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করে বিশ্বকাপ ক্রিকেটের সব ফোকাস নিজের দিকে টেনে নিয়েছেন সাকিব। লিটনও দুরন্ত ব্যাটিং করেছেন। দুই তারকা ক্রিকেটার ছাড়াই তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। সফরে দুই ব্যাটিং স্তম্ভ নেই। তারপরও দলের অন্যতম ব্যাটিং তারকা মোসাদ্দেক হোসেন সৈকত এগিয়ে রেখেছেন টাইগারদের। প্রতিপক্ষ শ্রীলঙ্কা ঘরের মাঠে দারুণ খেললেও নিজেদের বিষয়ে আত্মবিশ্বাসী মোসাদ্দেক। গতকাল তিন দিনের অনুশীলন ক্যাম্পের নিজেদের দল নিয়ে দ্বিতীয় দিন এমনটাই বললেন। 

বিশ্বকাপে দুই দলের লড়াই হয়নি। ব্রিষ্টলের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তাই ক্রিকেট মহাযজ্ঞে শক্তি যাচাই হয়নি। যদিও ৩ জয়ে অষ্টম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা আসর শেষ করে ষষ্ঠ হয়ে। সাদা চোখে বিশ্বকাপে দ্বীপরাষ্ট্রের পারফরম্যান্সই এগিয়ে। আসরে টাইগারদের একটি ম্যাচ যেমন ভেস্তে গেছে বৃষ্টিতে। তেমনই শ্রীলঙ্কার ম্যাচ ভেসে গেছে দুটি। এমন সমীকরণেই পয়েন্ট বেশি শ্রীলঙ্কার। এছাড়া পরিসংখ্যানেও দুই দলের পার্থক্য যোজন যোজন। ৪৫ মুখোমুখিতে বাংলাদেশের জয় সাকল্যে ৭টি। বিপরীতে দিমুথ কারুণারতেœর শ্রীলঙ্কার জয় ৩৬ এবং খেলা ভেসে গেছে ২টি। এমন পরিসংখ্যান আত্মবিশ্বাস জোগাবে স্বাগতিকদের। কিন্তু মোসাদ্দেক মনে করছেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন বলেই ফেবারিট, ‘সব দিক দিয়ে যদি চিন্তা করেন, তাহলে এই সিরিজে আমরাই ফেবারিট থাকব। তারপরও খুব ভালো একটা সিরিজ আশা করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। শ্রীলঙ্কা হারিয়েছে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। দুই দলের ক্রিকেটাররাই চেষ্টা করেছেন তুখোর পারফরম্যান্স করতে। যদিও হাতে গোনা দুই-তিন ক্রিকেটার ছাড়া ব্যর্থ হয়েছেন অন্যরা। বাংলাদেশের পক্ষে সাকিব ৮ ইনিংসে ৬০৬ রান, মুশফিক এক সেঞ্চুরিতে ৩৬৭ রান, লিটন ১৮৪, মাহমুদুল্লাহ রিয়াদ ২১৯, তামিম ২৩৫, সৌম্য ১৬৭, মিথুন ৪৭, মোসাদ্দেক সৈকত ১৬৬ রান করেন। মুস্তাফিজ ২০ উইকেট, সাকিব ১১, মিরাজ ৬, সাইফুদ্দিন ১৩ উইকেট নেন। এমন পারফরম্যান্সের পরও মোসাদ্দেক সৈকত ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের ফেবারিট বলছেন, ‘ব্যাটিং ও বোলিং দুটি বিভাগেই ভালো অবস্থানে আছি আমরা। অভিজ্ঞতার বিবেচনায় আমরা ভালো জায়গায় আছি।’

নিজেদের পরিষ্কার ফেবারিট বলেছেন মোসাদ্দেক। তবে পিছিয়ে রাখছেন না প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও, ‘বিশ্বকাপের আগে থেকেই আমাদের ব্যাটসম্যানরা ফর্মে রয়েছেন। বিশ্বকাপে খুব ভালো ব্যাটিং করেছেন। তবে শ্রীলঙ্কাও ভালো খেলেছে। তাই কোনো দলকে ছোট করে দেখতে চাই না। আর শ্রীলঙ্কাও খুব পিছিয়ে নেই। তারাও ভালো অবস্থানে আছে।’

ওয়ানডে সিরিজ খেলতে শনিবার কলম্বো যাচ্ছে টাইগাররা। ২৩ জুলাই সফর শুরু হবে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে। এরপর ২৬, ২৮ ও ৩১ জুলাই তিনটি ওয়ানডে খেলবে দল দুটি।

সর্বশেষ খবর