শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

খুলনা টাইটান্সে ওয়াটসন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা টাইটান্সে ওয়াটসন

দুই বছর আগে ব্যাট হাতে ঢাকার দর্শক মাতানোর কথা ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট অলরাউন্ডার শেন ওয়াটসনের। চুক্তি করেছিলেন ঢাকা ডায়নামাইটসের সঙ্গে। কিন্তু ইনজুরির জন্য খেলতে পারেননি। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার এবার খেলবেন বিপিএলে। ২০১৯-২০ মৌসুমে অসি অলরাউন্ডার নাম লিখেছেন খুলনা টাইটান্সের পক্ষে। খুলনার পক্ষে তিনি বিপিএলের সবগুলো ম্যাচ খেলবেন। দেশের সবচেয়ে জমাটি ক্রিকেট আসরটি মাঠে গড়াবে ৬ ডিসেম্বর। ওয়াটসনকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, ‘শেন ওয়াটসনকে পেয়ে খুলনা টাইটান্স সত্যিই রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। সে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অনেক শিরোপা জিতেছে। তার অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলে আলাদা তাৎপর্য বহন করবে। আশা করি শেন ওয়াটসন খুলনাকে শিরোপা জিততে সহায়তা করবে।’

ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯ টেস্টে ৩৭৩১ রান, ১৯০ ওয়ানডে ৫৭৫৭ রান এবং ৫৮ টি-২০ তে ১৪৬২ রান করেন। এছাড়া টেস্টে উইকেট ৭৫, ওয়ানডেতে ১৬৫ ও টি-২০তে ৪৮ উইকেট নেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা ৩৮ বছর বয়সী ওয়াটসন  ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি চেন্নাই সুপার কিংস, হ্যাম্পশায়ার, ইসলামাবাদ ইউনাইটেড, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, রাজস্তান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, সেন্ট লুসিয়া ঝুকস, সিডনি সিক্সার্স থান্ডার ও তাসমানিয়া দলের হয়ে খেলেন। অসি অলরাউন্ডার নিজেও খুশি খুলনায় নাম লিখে, ‘বিপিএলে আগামী মৌসুমে খুলনা টাইটান্সে যোগ দিতে পেরে ভীষণ রোমাঞ্চিত লাগছে। বিপিএলে আমি সব সময় খেলতে চেয়েছি। এবার সুযোগ পেলাম খেলার। এই টুর্নামেন্টে দেশি ও বিদেশি তারকা ক্রিকেটাররা খেলেছেন। তাই বিপিএল খেলতে পারাটা আমার জন্য অনেক কিছু।’ খুলনাকে শিরোপা জেতাতে মরিয়া ওয়াটসন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সামনে খেলার সুযোগ পাব ভাবতেই ভালো লাগছে। আশা করি শিরোপা জিততে পারব।’

ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্র্রিদিদের মতো তারকা ক্রিকেটার খেলেছেন বিপিএলে। এবার নতুন সংযোজন শেন ওয়াটসন।

শুধু ওয়াটসন নন, এবারের বিপিএলে দেখা যাবে বিশ্বকাপ খেলা বহু তারকা ক্রিকেটারকে এবং স্থানীয় ক্রিকেটাররা অপেক্ষায় আছেন বিপিএল খেলতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর