শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে রয়

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ড টেস্ট স্কোয়াডে রয়

ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতাতে দারুণ খেলেছেন জেসন রয়। ওপেন করে ৭ ইনিংসে এক সেঞ্চুরিতে রান করেছেন ৪৪৩। অসাধারণ ক্রিকেট খেলার ফল পেয়েছেন হাতেনাতে। প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার জন্য ডাক পেয়েছেন বিশ্বকাপ জেতা ওপেনার। আইরিশদের বিপক্ষে ১৩ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার লুইস গ্রেগরি। দুই দলের একমাত্র টেস্টটি শুরু হবে বুধবার লর্ডসে। এক সময় আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে খেলা এউয়ান মরগানের নেতৃত্বেই বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ী দলের দুই পেসার মার্ক ওড ও জোফরা আর্চারকে দলে নেয়নি নির্বাচকরা ইনজুরির জন্য। তবে খেলবেন দেশটির সর্বোচ্চ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন। বিশ্রাম দেওয়া হয়েছে ফাইনালের সেরা বেন স্টোকস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলারকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হওয়ার পর ইংল্যান্ড খেলবে অ্যাশেজ।

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড : জো রুট (অধিনায়ক), মঈন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, রবি বার্নস, স্যাম কুরান, জো ডেনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, অলিভার স্টোন ও ক্রিস ওকস।

সর্বশেষ খবর