শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকা সফরে মেয়েদের ইমার্জিং দল

ক্রীড়া প্রতিবেদক

তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের ইমার্জিং দল। ১৪ সদস্য দলের অধিনায়ক নিগার সুলতানা। আজ দলটি আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। সফরে ২৩, ২৫ ও ২৮ জুলাই তিনটি ওয়ানডে খেলবে প্রিটোরিয়ায় এবং  হ্যামান্সক্রালে তিন টি-২০ ম্যাচ ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট। দলের সঙ্গে যাচ্ছেন সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা মন্ডল ও আয়েশা আক্তার। এই পাঁচ ক্রিকেটার দলের সঙ্গে অনুশীলন করবেন, খেলবেন না। দলের হেড কোচ ভারতীয় বংশো™ভূত অঞ্জু জৈন।

বাংলাদেশ মহিলা ইমার্জিং দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন সুলতানা, মুর্শিদা খাতুন, শোভানা মুস্তারি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, রিতু মণি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া ও শারমিন আক্তার।

সর্বশেষ খবর