শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ইউরোপিয়ান ফুটবল

নতুন মৌসুমের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক

নতুন মৌসুমের অপেক্ষা

গত মৌসুমে লিভারপুলকে টপকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে ম্যানচেস্টার সিটি। স্পেনে লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। জার্মানিতে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। ইতালিতে জুভেন্টাস ও ফ্রান্সে পিএসজি নিজ নিজ লিগ জেতে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বিরতি চলছে। নতুন মৌসুমের অপেক্ষায় প্রহর গুনছেন ফুটবলভক্তরা।

দলবদলে অংশ নিয়ে এরই মধ্যে ফেবারিটরা দল গুছিয়ে নিয়েছে। জুভেন্টাস দলে টেনেছে ডাচ্ তরুণ ডি লিটকে। বার্সেলোনায় এসেছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা গ্রিজমান। দল গোছাতে অবশ্য আরও কয়েকদিন পাবে ক্লাবগুলো।

নতুন মৌসুম শুরু হতে খুব একটা বাকি নেই। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হবে ৯ আগস্ট। প্রথম দিনেই মাঠে নামবে গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী লিভারপুল। তারা মুখোমুখি হবে নরউইচ সিটির। এক দিন পর মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তারা প্রথম ম্যাচেই মুখোমুখি হবে ওয়েস্ট হ্যামের। এবার শুরুটা কঠিন হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। নিজেদের প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে চেলসির। আর্সেনালের প্রথম ম্যাচ নিউক্যাসলের বিপক্ষে। স্প্যানিশ লা লিগা শুরু হচ্ছে ১৬ আগস্ট। প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা মুখোমুখি হচ্ছে বাস্ক অঞ্চলের ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের। রিয়াল মাদ্রিদ লা লিগায় প্রথম ম্যাচ খেলতে নামবে সেল্টা ভিগোর বিপক্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে গেটাফের বিপক্ষে।

জার্মান বুন্দেসলিগা শুরু হচ্ছে ১৬ আগস্ট। প্রথম দিনই বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ মুখোমুখি হচ্ছে হার্থা বার্লিনের। এ ছাড়া ইতালিয়ান সিরি এ লিগের প্রথম সপ্তাহের খেলা হবে ২৪ ও ২৫ আগস্ট। ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হবে ৯ আগস্ট। নতুন মৌসুম সামনে রেখে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর ক্লাব ব্যস্ত সময় পার করছে প্রস্তুতিতে। বার্সেলোনা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে চেলসি, আর্সেনাল, নেপোলির মতো ক্লাবের। রিয়াল মাদ্রিদ প্রীতি ম্যাচ খেলবে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও টটেনহ্যামের মতো ক্লাবের সঙ্গে। ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস নিজেদের ঝালিয়ে নেবে টটেনহ্যাম, ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে। এ ছাড়া ম্যানসিটি, ম্যানইউ, চেলসি, আর্সেনাল প্রীতি ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে। নতুন মৌসুমে নতুন রোমাঞ্চ অপেক্ষা করছে ফুটবলভক্তদের জন্য। দেখা যাক, এবার ইউরোপিয়ান লিগগুলোয় চ্যাম্পিয়ন হয় কারা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর