শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ ‘এ’ দলকে ১০ উইকেটে হারাল আফগানরা

ক্রীড়া প্রতিবেদক

সকালেই শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বীপরাষ্ট্রে খেলতে যাওয়ার আগে সফরের বেশ কয়েকজন ক্রিকেটারকে ব্যাটিং ও বোলিং অনুশীলনের সুযোগ করে দিয়েছিল বিসিবি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে গতকাল জাতীয় দলের খেলার অভিজ্ঞতাপুষ্ট ‘এ’ দল খেলেছে। কিন্তু সফরকারীদের পারফরম্যান্সের বিপক্ষে খড়কুটোর মতো উড়ে গেছে ‘এ’ দল। মোহাম্মদ মিথুনের নেতৃত্বাধীন ‘এ’ দলকে ১০ উইকেটে হারিয়ে বড় জয় পেয়েছে সফরকারী আফগান ‘এ’ দল। ৩৭ বল হাতে রেখে একপেশে ম্যাচটিতে জয় সফরকারীদের পক্ষে ১০৫ রানের নান্দনিক ইনিংস খেলেন রহমতউল্লাহ। ম্যাচে অ্যাংকেলে ব্যথা পেয়েছেন পেসার রুবেল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে গতকাল স্বাগতিকরা ব্যাটিং নামে টস জিতে। দুই ওপেনার ইমরুল ও এনামুল শুরুতে সাবলীল ব্যাটিং করে ৮.২ ওভারে ৫২ রানের ভিত দেন। ইমরুল ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরার পর সপ্তম উইকেটে বড় জুটি গড়ে স্বাগতিকরা। আরেক ওপেনার এনামুল ১৯ রান করেন ২২ বলে। বিশ্বকাপ ক্রিকেটার মোহাম্মদ মিথুন দ্রুত সাজঘরে ফিরেন মাত্র ৪ রান করে। প্রতিপক্ষের সাঁড়াশি আক্রমণে ২৬ ওভারে ১০৬ রানে ৬ উইকেট হারিয় কোনঠাসা হয়ে পড়ে বাংলাদেশ ‘এ’। সেখান থেকে সপ্তম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করেন ১৯ ওভারে। আফিফ দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ৭১ বলে ৪ চারে। অলরাউন্ডার ফরহাদ ৩০ রানের ইনিংসটি খেলেন ৬৫ বলে ২ ছক্কায়। দুজনের দৃঢ়তায় স্বাগতিক ‘এ’ দলের ইনিংস ২০১ রান হয়। সফরকারীদের পক্ষে ২টি করে উইকেট নেন নাভিন উল হক ও করিম জান্নাত। ২০২ রানের টার্গেটে সফরকারী আফগান ‘এ’ দলের দুই ওপেনার রহমতউল্লাহ ও ইব্রাহিম জারদান ৪৩.৫ ওভারে টপকে যান টার্গেট। রহমতউল্লাহ ১০৫ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ১৩৮ বলে ১১ চার ও ৩ ছক্কায়। ইব্রাহিম ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ১২৫ বলে ৮ চার ও ২ ছক্কায়।

 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’: ২০১/৮, ৫০ ওভারে (ইমরুল কায়েশ ২৮, এনামুল হক বিজয় ১৯, সাব্বির রহমান ১৫, আফিফ হোসেন ৫৯, ফরহাদ রেজা ৩০, নাজমুল অপু ১৩*, নাভিন ২/৪৯, করিম ২/১৭, ফজল ১/২৬, আশরাফ ১/২৮, কায়েস ১/৩০)।

আফগানিস্তান ‘এ’ : ২০২/০, ৪৩.৫ ওভার (রহমানউল্লাহ ১০৫*, ইব্রাহিম ৮৬*।

ফল : আফগানিস্তান ‘এ’ ১০ উইকেটে জয়ী

সর্বশেষ খবর