শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
সাব্বিরের মন্তব্য

যোগ্যদেরই শিরোপা মানায়

ক্রীড়া প্রতিবেদক

যোগ্যদেরই শিরোপা মানায়

একসময় দেশ কাঁপানো ফুটবলার, অথচ ফুটবল নিয়ে কোনো কথা-ই বলতে চাচ্ছিলেন না সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির। আক্ষেপের সুরেই বললেন, ‘কী বলব, এ খেলার মান তো শেষই হয়ে গেছে। জানি না বাংলাদেশের ফুটবল আর জেগে উঠবে কিনা।, প্রসঙ্গ যখন বসুন্ধরা কিংসের, তখন সাব্বির বললেন, ‘হ্যাঁ এই দল নিয়ে আলোচনা করা যেতেই পারে। নতুন দল অথচ তারা শুরুতে নতুনত্ব আনার চেষ্টা করছে। আমি বলব, ফেডারেশন যখন ঘুমিয়ে আছে তখন বসুন্ধরা কিংসই ফুটবল জাগানোর নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এ উদ্যোগ যদি অব্যাহত রাখে আমার বিশ্বাস, মহাসংকটের মুখে নতুন কিছু ফুটবলারের সন্ধান মিলবে।’ আজ জিতলেও বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হবে। এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এটা স্বাভাবিক ঘটনা। যোগ্য দলই চ্যাম্পিয়ন হতে চলেছে। পুরস্কার তো কিংসের হাতেই মানায়। শক্তিশালী দল গড়লেই চ্যাম্পিয়ন হওয়া যায় না। থাকতে হয় টিম স্পিরিট, ডিসিপ্লিন ও কমিটমেন্ট। বসুন্ধরা কিংস যোগ্য লোকের মাধ্যমে পরিচালিত হয়েছে বলে কোনো কিছুই ঘাটতি রাখেনি। এখানে শুধু খেলোয়াড় নয়, ম্যানেজমেন্টও প্রশংসা পাওয়ার যোগ্য। নতুন দল চ্যাম্পিয়ন হতে চলেছে। ঢাকা আবাহনী না পারলেও তাদের ব্যর্থ বলা যাবে না। কেননা পেশাদার লিগে সর্বোচ্চ চ্যাম্পিয়নের রেকর্ড তাদেরই। কিন্তু মোহামেডানে শুধু হাহাকার। দেড় যুগ ধরে লিগে হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি। বসুন্ধরা এসেছে আরও নতুন আসরে। এর মধ্যে মোহামেডান যদি চেনা রূপে ফিরতে পারে তাহলে ফুটবলে প্রাণ সঞ্চার হবে। প্রায় এক যুগ খেলেছি মোহামেডানে। তাই ক্লাবটির জন্য খারাপ লাগে। ক্লাব কর্মকর্তাদের বলেছি, যখন ব্যর্থ, দায়িত্ব ছেড়ে দিন। বসুন্ধরা নতুন দল হয়েও ফুটবলে যদি নতুনত্ব আনতে পারে, মোহামেডানের এ হাল কেন?’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর