রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আফ্রিকা সেরা আলজেরিয়া

ক্রীড়া ডেস্ক

আফ্রিকা সেরা আলজেরিয়া

লাখদার বেলোমি, রাবাহ মাজদার আলজেরিয়ার বিশ্বমানের দুই ফুটবল তারকা। বেলোমি আলো ছড়িয়েছিলেন ১৯৮২ সালের বিশ্বকাপে। চার বছর পর আলো ছড়ান মাজদার। আলজেরিয়া যুগে যুগে এমন তারকা ফুটবলারের জন্ম দিয়েছে। কিন্তু দেশটি আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জিতেছিল ২৯ বছর আগে ১৯৯০ সালে। এরপর দেশটির ফুটবলপ্রেমীরা শুধু হতাশায় কাটিয়েছেন। অবশেষে ২০১৯ সালে সেই হতাশা কাটিয়ে ফের আফ্রিকান সেরা হওয়ার গৌরব দেখালো আলজেরিয়া। আফ্রিকা সেরা হতে রিয়াদ মাহরেজরা ১-০ গোলে হারিয়েছে সাদি মানের সেনেগালকে। সেনেগাল এর আগে ২০০২ সালে প্রথমবার নেশন্স কাপের ফাইনাল খেলেছিল। কিন্তু হেরেছিল ক্যামেরুনের কাছে। এবারও হতাশ হতে হয়েছে দেশটিকে। দলটির কোচ অ্যালিউ সিসে ১৭ বছর আগে ফাইনাল খেলেছিলেন। আলজেরিয়ার এবার নিয়ে তিনবার ফাইনাল খেলে দুবার শিরোপা জিতেছে। ১৯৮০ সালে প্রথমবার ফাইনাল খেলেও হেরেছিল নাইজেরিয়ার কাছে। ফারাওর দেশ ইজিপ্টে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপে তৃতীয় হয়েছে নাইজেরিয়া এবং চতুর্থ তিউনেশিয়া।

নেশন্স কাপের ফাইনালে আলজেরিয়া ও সেনেগাল শরীর নির্ভর ফুটবল খেলেছে। ম্যাচের একমাত্র সুখকর দৃশ্য ছিল ৭৯ সেকেন্ডের গোলটি। বাঁ প্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে গোলপোষ্ট লক্ষ্য করে শট নেন আলজেরিয়ার স্ট্রাইকার বাগদাদ বোনেদজা। বলটি সেনেগালের রক্ষণভাগের সালিফ সানের পায়ে আকাশসম উচ্চতায় উঠে যায়। এরপর গোলরক্ষককে বোকা বানিয়ে বলটি ঠাঁই নেয় গোলবারে। বিস্মিত গোলেই চ্যাম্পিয়ন হয় আলজেরিয়া। অবশ্য সেনেগাল একটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু রেফারির দেওয়া সিদ্ধান্তটি বাতিল হয়ে যায় ভিএআর-এ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর