রবিবার, ২১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

২২ সদস্যের শ্রীলঙ্কান স্কোয়াড

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ভালো ফল করেনি। তাই চাকরিও শেষ চন্ডিকা হাতুরাসিংহের। তারপরও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করতে হবে হাতুরাসিংহেকে। ২৬ জুলাই টাইগারদের বিপক্ষে শুরু ওয়ানডে সিরিজের জন্য ২২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট শ্রীলঙ্কা। দলটি মূলত স্পিননির্ভর। স্কোয়াডে জায়গা হয়নি সর্বশেষ বিশ্বকাপ খেলা চার ক্রিকেটারের। বাদ পড়েছেন অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্দনা, ব্যাটসম্যান জীবন মেন্ডিস, লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে ও পেসার সুরঙ্গা লাকমল। দলে ফিরেছেন নিরোশান ডিকভেলা, লাহিরু কুমারা, আকিলা ধনাঞ্জয়াসহ ১০ ক্রিকেটার। দলে এবারও সুযোগ পাননি সাবেক অধিনায়ক দিনেশ চান্ডিমল। স্পিননির্ভর দল হলেও স্বাগতিকদের পেস অ্যাটাকের মূল অস্ত্র বর্ষিয়ান পেসার ল্যাসিথ মালিঙ্গা। সম্ভবত বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষেই ওয়ানডে ক্রিকেটকে আনুষ্ঠানিক বিদায় জানাবেন ঝাঁকরা চুলের মালিঙ্গা। সিরিজের ওয়ানডে তিনটি যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ জুলাই। সবগুলোই ম্যাচই দিবারাত্রির এবং খেলাগুলো হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

স্কোয়াড : দিমুথ কারুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমানে, শিহান জয়াসুরিয়া, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাতিলকা, দাসুন শানাকা, ওয়ানিডু হাসারাঙ্গা, আকিলা ধনাঞ্জয়া, আমিলা আপোনসো, লক্ষ্মণ সান্দাকান, ল্যাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিতা, লাহিরু কুমারা, থিসার পেরেরা, ইসুরু উদানা ও লাহিরু মাদুশঙ্কা।

সর্বশেষ খবর