সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কলম্বোয় অনুশীলনে তামিম-মুশফিকরা

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোয় অনুশীলনে তামিম-মুশফিকরা

কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন টাইগাররা -সংগৃহীত

দেশ ছাড়ার আগেই জোর ধাক্কা। সেটা কাটিয়ে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কায় তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মুস্তাফিজরা কতটা ভালো খেলবেন, সময় বলবে। ভালো কিংবা মন্দ-যেমনই খেলুন না কেন, বাংলাদেশ ক্রিকেট দল ভারত মহাসাগর লাগোয়া অপরূপ সৌন্দর্য্যরে দেশটিতে পা রেখেছে চার ধাপে। প্রথম ধাপে হঠাৎ দায়িত্ব পাওয়া অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে শনিবার ৮ সদস্য পা রাখেন দ্বীপরাষ্ট্রে। একইদিন রাতে ভারত থেকে দলের সঙ্গে যোগ দেন ডান হাতি পেসার তাসকিন আহমেদ ও বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। গতকাল দুপুরে কলম্বো পৌঁছান ডান হাতি পেসার রুবেল হোসেন। আজ দলের সঙ্গে যোগ দিবেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলা চার ক্রিকেটার সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, ফরহাদ রেজা ও এনামুল হক বিজয়। গতকাল প্রথম দিন অনুশীলনে উপস্থিত ছিলেন ৯ ক্রিকেটার। সিরিজ শুরু ২৬ জুলাই। তিন ওয়ানডের সবগুলোই দিবা-রাত্রির আর প্রেমদাসা স্টেডিয়ামে। কলম্বোয় টাইগার ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে ক্রিকেট শ্রীলঙ্কা। রাজসিক অভ্যর্থনা পেলেও মাঠে সেটা কতটা বন্ধুত্বপূর্ণ হয়, প্রশ্ন সাপেক্ষ। গত বছর দেশটির ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নিদাহাস টি-২০ ট্রফি টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটাররা বৈরী সমর্থনের মুখে পড়েছিল! মাঠের বাইরে সমর্থকরা যেমন প্রতিপক্ষই হউক না কেন, মাঠের ভিতর দিমুথ কারুণারতেœ, ল্যাসিথ মালিঙ্গারা ছেড়ে কথা কইবেন না, নিশ্চিত। তাই ঢাকা ছাড়ার আগে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল জানয়েছিলেন, সিরিজ হবে অনেক চ্যালেঞ্জিং। গতকাল অনুশীলনের ফাঁক বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম এমনটাই জানালেন। তবে শ্রীলঙ্কা স্বাগতিক হলেও শক্তিমত্তায় এগিয়ে রাখতে রাজি নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় সুযোগ পাওয়া তাইজুল, ‘ঘরের মাঠে শ্রীলঙ্কা শক্তিশালী প্রতিপক্ষ। তাই বলে তারা আমাদের চেয়ে কোনোভাবেই এগিয়ে নয়।’ শক্তিমত্তায় দুই দলকেই সমান বললেন ৪ ওয়ানডেতে ৫ উইকেট পাওয়া তাইজুল। সিরিজে সাফল্য পেতে সেরাটাই খেলতে হবে দল দুটিকে, ‘সিরিজে তারাই ভালো করবে, যারা ভালো খেলবে। সুতরাং সিরিজে ভালো করতে হলে আমাদের ভালো খেলতেই হবে।’

বিশ্বকাপ শেষ। সেমিফাইনালে উঠতে পারেনি দল। তাই সরে দাঁড়াতে হয়েছে কোচ স্টিভ রোডসকে। ইংলিশ কোচকে ছাড়াই এবার সিরিজ খেলছে টাইগাররা। দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। শ্রীলঙ্কা সফরে নেই বিশ্বকাপ খেলা মাশরাফি, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, ওপেনার লিটন দাস ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরির জন্য শেষ মুহূর্তে সরে দাঁড়ান টাইগার অধিনায়ক মাশরাফি ও সাইফুদ্দিন। বিশ্রাম নিয়েছেন সাকিব ও লিটন। এমন একটি খর্ব শক্তির দল নিয়ে স্বপ্ন দেখা একটু বেশিই। তারপরও হঠাৎ সুযোগ পাওয়া তাইজুল আত্মবিশ্বাসী, ‘আমাদের ক্রিকেটাররা ফর্মে রয়েছেন। শুধু ভালো খেলতে পারলেই হবে। এছাড়া দলের আবহও ভালো। সবাই সবাইকে সহযোগিতা করেন।’ বিশ্বকাপে অসাধারণ খেলেছেন সাকিব। ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরিসহ রান করেন ৬০৬। আফগানিস্তান ম্যাচে ৫ উইকেট নিয়ে মোট উইকেট নিয়েছেন ১১টি। বিশ্বকাপে সাকিবের ক্যাচ ৮টি। এমন একজন অলরাউন্ডারে বদলী ক্রিকেটার হিসেবে চাপে থাকাই স্বাভাবিক। তবে তাইজুল সে রকম চাপ বোধ করছেন না, ‘সাকিব ভাইয়ের বদলী আমার পক্ষে হওয়া সম্ভব নয়। ওনি বিশ্বসেরা অলরাউন্ডার। তিন ফরম্যাটেই অসাধারণ। আমি শুধু বোলার। তবে এটুকু বলতে পারি, আমি আমার চেষ্টার সর্বোচ্চটাই করবো যদি সুযোগ পাই।’ ২৩ জুলাই শ্রীলঙ্কান একাদশের বিপক্ষে একটি প্রীতিম্যাচ খেলবেন তামিমরা। এরপর প্রথম ম্যাচ ২৬ জুলাই। পরের দুটি ২৮ ও ৩১ জুলাই। সিরিজে নামার আগে গতকাল আর প্রেমদাসা স্টেডিয়াম লাগোয়া অনুশীলন মাঠে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুশীলন করেন ক্রিকেটাররা। প্রথমে হালকা স্ট্রেচিং ও ফিল্ডিংয়ের পর নেট সেশনে সময় কাটিয়েছেন তামিম, মুশফিক ও সৌম্যরা।

সর্বশেষ খবর