সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
বিপিএল

ঢাকায় মরগান রাজশাহীতে ডুমিনি

ক্রীড়া প্রতিবেদক

ঢাকায় মরগান রাজশাহীতে ডুমিনি

ইয়ন মরগান ইংলিশ ক্রিকেটের মহাবীর। ক্রিকেট জনকদের প্রথম বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া দলের অধিনায়ক। ওয়ানডে ক্রিকেটে যতটা আগ্রাসী মেজাজের ক্রিকেট খেলেন। টি-২০ ক্রিকেটে তার চেয়েও আক্রমণাত্মক ব্যাটিং করেন। ইংলিশ অধিনায়ককে এবার দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে। ডিসেম্বরে শুরু বিপিএলে তিনি খেলবেন গত আসরের রানার্স আপ ঢাকা ডায়নামাইটসের পক্ষে। এবারের আসরে দুজন করে ক্রিকেটার খেলতে পারবেন। মরগান যেমন নাম লিখেছেন তেমনি দক্ষিণ আফ্রিকার ৩৫ বছর বয়সী অলরাউন্ডার জেপি ডুমিনিকে দলে নিয়েছে রাজশাহী কিংস। এর আগে খুলনা টাইটান্স দলভুক্ত করেছে অস্ট্রেলিয়ার সাবেক সিমিং অলরাউন্ডার শেন ওয়াটনসনকে। ৭ দলের বিপিএলে এবার দেখা যাবে বিশ্বকাপের বহু তারকা ক্রিকেটারকে। গতবার দুই অসি তরকা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ছাড়াও খেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, অ্যালেক্স হেইলস, কেভিন পুরানদের মতো তারকা ক্রিকেটাররা। ২০১৬ সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসেছিল ইংল্যান্ড। তখন নিরাপত্তার অজুহাতে ঢাকায় আসেননি মরগান ও হেইলস। তবে হেইলস বিপিএলের গত আসরে খেলে গেছেন রংপুর রাইডার্সের হয়ে। ৩৩ বছর বয়স্ক ইংলিশ অধিনায়ক মরগানের ক্যারিয়ার শুরু আয়ারল্যান্ডের হয়ে। বিশ্বকাপ জিততে মরগান ১০ ইনিংসে রান করেছেন ৩৭১। থ্রি লায়ন্সের পক্ষে টেস্ট খেলেছেন মাত্র ১৬টি। রান করেছেন ৭০০। ২৩৩ ওয়ানডেতে রান করেছেন ৭৩৪৮। সেঞ্চুরি ১৩ ও হাফসেঞ্চুরি ৪৬। তার সুযোগ্য নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটটাকে আমূল পাল্টে ফেলেছে ইংল্যান্ড। ওয়ানডেতে তার স্ট্রাইক রেট ৯১.২৪ হলেও টি-২০-তে আরও বেশি, ১৩১.৫৪। ৮১ টি-২০ ম্যাচে তার রান ১৮১০। তবে প্রথম শ্রেণির ২৬৮ টি-২০ ম্যাচে রান করেছেন ৫৬৫২। বিপিএলে এবারই প্রথম খেলবেন মরগান। আইপিএলে ইংলিশ অধিনায়ক খেলেছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও সান রাইজার্স হায়দরাবাদের পক্ষে। এছাড়া বার্বাডোস ট্রাইডেন্ট, করাচী কিংস, মিডলসেক্স, পেশোয়ার ঝালমি ও সিডনি থান্ডার্সের পক্ষে খেলেছেন। বিশ্বকাপে খুব ভালো খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রোটিয়াস অলরাউন্ডার জ্যা পল ডুমিনি। ৩৫ বছর বয়স্ক ডুমিনিকে এবার দেখা যাবে বিপিএলে। প্রোটিয়াস অলরাউন্ডার খেলবেন রাজশাহী কিংসে। ৩৬ বছর বয়স্ক ডুমিনি ৪৬ টেস্টে ২১০৩ রান, ১৯৯ ওয়ানডেতে ৫১৭৭ রান এবং ৮১ টি-২০ ম্যাচে রান করেছেন ১৯৩৪। স্ট্রাইক রেট ১২৬.২৪। প্রথম শ্রেণির ২৫২ টি-২০ ম্যাচে রান করেছেন ৬১০৬ রান। স্ট্রাইক রেট ১২২.০৭।

সর্বশেষ খবর