সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ধর্মসেনার ভুল স্বীকার

ক্রীড়া ডেস্ক

ধর্মসেনার ভুল স্বীকার

আইসিসি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডকে ৫ রানের পরিবর্তে ৬ রান দেওয়ায় আম্পায়ার ধর্মসেনাকে নিয়ে বিতর্ক চলছে দীর্ঘদিন ধরেই। এতদিন চুপ ছিলেন লঙ্কান আম্পায়ার। তবে এবার মুখ খুললেন তিনি। সানডে টাইমসকে ধর্মসেনা বলেছেন, ‘টিভি রিপ্লেতে দেখে মন্তব্য করা মানুষের জন্য খুবই সহজ। টিভিতে রিপ্লে দেখার পর আমিও বুঝতে পেরেছি যে ভুল হয়েছিল। কিন্তু মাঠে আমাদের কাছে টিভি রিপ্লে দেখার মতো সুযোগ থাকে না। আর আমি কখনোই এই সিদ্ধান্ত নিয়ে দুঃখ করব না। আইসিসিও আমার সিদ্ধান্তের প্রশংসা করেছে।’ ধর্মসেনার ভুলের ব্যাপারে প্রথম নাকি কথা বলেছিলেন আইসিসির সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল। তবে ধর্মসেনা নিজের সাফাই গাইলেন এভাবে, ‘সবাইকে বুঝতে হবে, সেখানে আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। ব্যাটসম্যানের রানের দিকেও দৃষ্টি দিতে হয়। আবার ফিল্ডিংয়ের দিকেও চোখ রাখতে হয়।’ সবদিক চোখ রাখতে গিয়েই ভুলটা নাকি হয়েছে। ফিল্ডার বল নিক্ষেপ করলে স্টোকসের ব্যাটে লেগে বল চলে যায় বাউন্ডারি পেরিয়ে। এ কারণেই ধর্মসেনা ধরে নিয়েছিলেন, বল নিক্ষেপের সময় দুই ব্যাটসম্যান নিজেদেরকে ক্রস করে যায়। কিন্তু তার এই ধরে নেওয়াটাই নিউজিল্যান্ডকে বিশ্বকাপের মতো আসরে চ্যাম্পিয়ন হওয়া থেকে বঞ্চিত করে। তবে ধর্মসেনার প্রতি বিন্দুমাত্রও ক্ষোভ নেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের। তিনি বলেন, ‘আমি সেসময় নিয়মটা নিয়ে ভাবছিলাম না। নিশ্চয়ই আপনি আম্পায়ারের সিদ্ধান্তের উপর আস্থা রাখেন।’ ধর্মসেনা ভুল স্বীকার করলেও নিজের সিদ্ধান্তের ব্যাপারে কোনো দুঃখবোধ নেই বলে জানিয়েছেন। কিন্তু নিউজিল্যান্ডকে এই দুঃখটা সারা জীবনই বয়ে বেড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর