বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মিথুনের ব্যাটে বাংলাদেশের জয়

ক্রীড়া প্রতিবেদক

মিথুনের ব্যাটে বাংলাদেশের জয়

শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে বাংলাদেশকে সহজ জয় উপহার দেওয়া দুই টাইগার মিথুন ও মুশফিক -এএফপি

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থাকার পরও বিশ্বকাপে মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম ভরসা ছিলেন মোহাম্মদ মিথুন। এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সফরে দারুণ ব্যাটিং করে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন ছোট-খাটো গড়নের মিথুন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৩ ম্যাচে সাকল্যে রান করেন ৪৭। বিশ্বকাপের ব্যাটিং ব্যর্থতার পর বাংলাদেশে ‘এ’ দলের অধিনায়ক হয়ে দুটি ওয়ানডে খেলেন আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয়টিতে রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন মিথুন। গতকাল কলম্বোয় পি সারা স্টেডিয়ামে শ্রীলঙ্কান বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে বাংলাদেশের ৫ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন দুর্দান্ত ব্যাটিং করে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রিয় ওয়ান ডাউনে ব্যাটিং করে খেলেন ৯১ রানের আকাশসম উচ্চতার এক ইনিংস। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শুধু মিথুন নন, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়ে ৫০ রান করেন। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে ২৬ জুলাই প্রথম ওয়ানডেতে নামার আগে আত্মবিশ্বাসী হয়েছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচ বলে স্কোয়াডের সবাই ঘুরে ফিরে ব্যাটিং ও বোলিং করেছেন। স্বাগতিক বোর্ড সভাপতি একাদশ যখন ব্যাটিং করেছে, তখন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল ৯ বোলারকে ব্যবহার করেন। সর্বোচ্চ ৮ ওভার বোলিং করেছেন অনেকদিন পর জাতীয় দলের পক্ষে খেলতে নামা তাসকিন আহমেদ। গুনাথিলাকার উইকেট পেতে রান দিয়েছেন ৫৭। রুবেল ৭ ওভারে ৩১ রানের খরচে নেন ডিকভেলা ও ফার্নান্দোর উইকেট। মিতব্যয়ী ছিলেন বিশ্বকাপে ২০ উইকেট নিয়ে চমকে দেওয়া মুস্তাফিজুর রহমান। ৭ ওভারে রান দিয়েছেন মাত্র ২৯। মোসাদ্দেক সৈকত উইকেট না পেলেও ৬ ওভারে রান দিয়েছেন ২৫। টাইগার বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করে স্বাগতিরা। দলটির পক্ষে সর্বোচ্চ রানের অপরাজিত ইনিংস খেলেন দানুস্কা শানক্য ৬৩ বলে ৮৬ রানের ইনিংস। তাতে ছিল ৬টি ছক্কা ও চার। ২৮৩ রানের টার্গেটে দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য ৪৫ রানের ভিত দেন। সৌম্য ১৩ করলেও তামিম খেলেন ৩৭ রানের ইনিংস। ৫৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে ১১.৫ ওভারে ৭৩ রান যোগ করে দলকে জয়ের পথে টেনে তুলেন। মুশফিক ৫০ রানের ইনিংসটি খেলেন ৪৬ বলে ৬ চার ও এক ছয়ে। সতীর্থের বিদায়ের পর মিথুন ৯৬ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহকে নিয়ে। মাহমুদুল্লাহ ৩৩ রান করেন ফিরেন সাজঘরে। মিথুন ৯১ রানের ম্যাচসেরা ইনিংস খেলেন ১০০ বলে ১০ চারে ও ১ ছক্কায়।

সর্বশেষ খবর