বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মামলা থেকে মুক্তি রোনালদোর

ক্রীড়া ডেস্ক

মামলা থেকে মুক্তি রোনালদোর

গত বছরের মে মাসে আমেরিকার নেভাদার এক মডেল ক্যাথরিন ম্যায়োরগা অভিযোগ করেন, ক্রিস্টিয়ানো রোনালদো নেভাদার এক পেন্টহাউসের স্যুইটে তাকে যৌন হেনস্তা এবং ধর্ষণ করেছেন। ক্যাথরিনের অভিযোগে ফুটবল দুনিয়ায় তোলপাড় শুরু হয়। সোস্যাল মিডিয়ায় নিন্দিত হতে থাকেন রোনালদো। পর্তুগিজ তারকার বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্তের নামে মার্কিন পুলিশ প্রশাসন। লাসভেগাস পুলিশের কাঁধে অভিযোগ তদন্তের দায়িত্ব পড়ে। কিন্তু, প্রথম থেকেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করছিলেন সিআরসেভেন। দীর্ঘদিন এই অভিযোগ নিয়ে টানা- হেঁচড়া চলে। অবশেষে নেভাদার ডিসট্রিক্ট অ্যাটর্নি জানান ‘৯ বছর আগেকার ধর্ষণের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে এই অভিযোগের ভিত্তি নিয়েই প্রশ্ন রয়ে যায়।’ নেভাদার পুলিশকে নাকি অভিযোগকারিণী ক্যাথরিন প্রথমে অভিযুক্তের নাম এবং ঘটনার অবস্থানের ব্যাপারে তথ্য দিতে অস্বীকার করেন। এর ফলে প্রয়োজনীয় ফরেন্সিক তথ্য প্রমাণ সংগ্রহও সম্ভব হয়নি। ক্যাথরিনের তোলা অভিযোগ থেকে এতেই মুক্তি পান রোনালদো। পর্তুগিজ তারকাকে এই নিয়ে আর কোনো অস্বস্তিতে পড়তে হবে না বলে জানিয়েছে নেভাদার পুলিশ প্রশাসন। অবশ্য রোনালদো এবং ক্যাথরিন কেউই এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। দুই পক্ষের আইনজীবীরাও মুখ খুলছেন না।

সর্বশেষ খবর