বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গ্রিজমানের অভিষেকে বার্সার হার

ক্রীড়া ডেস্ক

গ্রিজমানের অভিষেকে বার্সার হার

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার অভিষেক ম্যাচে আঁতোয়ান গ্রিজমান -এএফপি

অনেক দেন দরবার করে ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান এসেছেন বার্সেলোনায়। বিশ্বজয়ী এই তারকাকে দলে নিতে তার রিলিজ ক্লজ মূল্য চুকাতে হয়েছে কাতালানদের। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তাকে দলে নিতে অবশ্য খুব বেশি জোর দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গ্রিজমানও খুব আগ্রহী ছিলেন বার্সেলোনার জার্সিতে খেলার ব্যাপারে। অবশেষে ১৪ জুলাই ন্যু ক্যাম্পে বার্সার জার্সিতে তাকে দেখা যায়। মেসিদের সঙ্গে খেলার ব্যাপারে দারুণ আগ্রহী এই ফরাসি তারকা গতকাল প্রথমবারের মতো ক্লাবের জার্সিতে মাঠে নেমেছিলেন। জাপানের সাইটামা স্টেডিয়ামে চেলসির বিপক্ষে এক প্রীতিম্যাচে খেলতে নেমেছিল বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই খেলেছেন তিনি। লিওনেল মেসি আর সুয়ারেজরা দলে না থাকলেও ছিলেন ডেম্বলে, স্যামুয়েল উমতিতি, আইভান রাকিটিচরা। তবে শুরুটা ভালো হলো না গ্রিজমানের। চেলসির কাছে ২-১ গোলে হেরে গেছে তার দল বার্সেলোনা। চেলসির পক্ষে ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোলটি করেন ট্যামি আব্রাহাম। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে চেলসির দ্বিতীয় গোলটি করেন রস বার্কলি। বার্সেলোনার পক্ষে ম্যাচের শেষ মুহূর্তে গোলটি করেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আইভান রাকিটিচ। গ্রিজমান ছাড়া গতকাল আরও একজন বার্সার জার্সিতে মাঠে নেমেছিলেন। নেদারল্যান্ডসের ফ্রেঙ্কি ডি জঙ। ডাচ এই মিডফিল্ডার গত মৌসুমে আয়াক্সের জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। আয়াক্সকে নিয়ে গিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। তাকে ৭৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে এনেছে কাতালানরা। ২২ বছর বয়সী এই তারকার মধ্যে অনেকেই জাভি হার্নান্দেজ এবং আন্দ্রেস ইনিয়েস্তার গুণ খুঁজে পেয়েছেন। শুরুটা দুই তারকার ভালো না হলেও, গ্রিজমান ও ডি জঙকে নিয়ে বেশ আশাবাদী বার্সেলোনা। নতুন মৌসুম শুরু হলে দুজন কেমন করেন তাই এখন দেখার বিষয়।

সর্বশেষ খবর