রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় মুশফিক, খুলনায় তামিম

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লায় মুশফিক, খুলনায় তামিম

ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কায়। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে গতকাল। এরমধ্যেই বিপিএলের সাত দল গুছিয়ে নিচ্ছে নিজেদের। দল-বদল করছেন ‘আইকন’ ক্রিকেটাররাও। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর নায়ক তামিম ইকবাল বিপিএলের সপ্তম আসরে দল পাল্টাচ্ছেন। ৬ ডিসেম্বর শুরু বিপিএলের সপ্তম আসরে তিনি খেলবেন খুলনা টাইটান্সে। তামিমের স্থলে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা দলভুক্ত করেছে মুশফিকুর রহিমকে। মুশফিক গত আসরে ‘আইকন’ ক্রিকেটার ছিলেন চিটাগং ভাইকিংসের। মুশফিক ও তামিমের মতো দল বদলাবেন মাহমুদুল্লাহ রিয়াদও। খুলনা টাইটান্স ‘আইকন’ হিসেবে তামিমকে দলভুক্ত করেছে। তাই গত আসরে খুলনার আইকন মাহমুদুল্লাহকে এবার দেখা যেতে পারে চিটাগং ভাইকিংসে। অবশ্য সিলেট সিক্সার্সে দেখা মিলতে পারে সাবেক অধিনায়কের। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ দল পাল্টালেও ঢাকা ডায়নামাইটসের আইকন হিসেবে রয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপ ক্রিকেটে দুরন্ত ব্যাটিং করে ৮ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিসহ ৬০৬ রান করেন সাকিব। রংপুর রাইডার্সের আইকন ক্রিকেটার হিসেবে এখনো নাম শোনা যাচ্ছে টাইগার ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। মুস্তাফিজুর রহমানকে রাজশাহী কিংসেই দেখা যাবে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক এউয়ান মরগানকে দেখা যাবে ঢাকার পক্ষে খেলতে। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শন উইলিয়ামস খেলবেন খুলনায় এবং দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনিকে দলে নিয়েছে রাজশাহী কিংস।            

সর্বশেষ খবর