রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নির্বাচনী প্রভাব রেলিগেশন লড়াইয়ে

ক্রীড়া প্রতিবেদক

পেশাদার ফুটবল লিগ এখন শেষ পর্যায়ে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা রেলিগেশনে নাম লেখাবে কারা। বাইলজ অনুযায়ী পয়েন্ট তালিকায় নিচে থাকা দুটো দল নিচে নেমে যাবে। আশ্রয় মিলবে চ্যাম্পিয়নশিপ লিগে। এখন পয়েন্ট তালিকার যে অবস্থা তাতে টিম বিজেএমসির নিচে নেমে যাওয়া অনেকটা নিশ্চিত।

দ্বিতীয় দল হিসেবে কারা বিজেএমসির সঙ্গী হবে এটাই অপেক্ষা। তবে রেলিগেশন নিয়ে শেষ পর্যন্ত কি হয় বলা মুশকিল। সামনে বাফুফের নির্বাচন। রেলিগেশনেও তার প্রভাব পড়েছে। চলছে বাইলজ পরিবর্তনের পাঁয়তারা। তিনটি ক্লাব আবেদন করেছে এবার পেশাদার লিগ থেকে দুটির পরিবর্তে একটি ক্লাব নামানো হোক। রহমতগঞ্জ ও নোফেলের আবেদনের না হয় যৌক্তিকতা রয়েছে। তাদেরও নেমে যাওয়ার শঙ্কা রয়েছে। কিন্তু অবাক করেছে হেভিওয়েট দল সাইফ স্পোর্টিং তাদের সঙ্গী হওয়ায়। কেননা তারা লড়ছে তৃতীয় স্থানের জন্য। এখানেই নির্বাচনী প্রভাবের আভাস পাওয়া যাচ্ছে। সহানুভূতি দেখিয়ে হয়তো অন্য কিছু পেতে চায় তারা। শুক্রবার লিগ কমিটির সভায় এনিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা হয়নি। ছেড়ে দেওয়া হয়েছে নির্বাহী কমিটির সদস্যদের ওপর।

সর্বশেষ খবর