বুধবার, ৩১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

৩৭ বছরেও ভাঙেনি সালামের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

৩৭ বছরেও ভাঙেনি সালামের রেকর্ড

সালাম মুর্শেদীর গড়া সর্বোচ্চ গোলের রেকর্ডটি ৩৭ বছরেও ভাঙতে পারেননি কেউ। ১৯৮২ সালে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে ঐতিহ্যবাহী মোহামেডানের হয়ে ২৭ গোল করেন তিনি। স্বাধীনতার পর এটিই লিগে কোনো ফুটবলারের সর্বোচ্চ গোল। এবার পেশাদার লিগে আবাহনীর নাইজেরিয়ার স্ট্রাইকার সানডে চিজোবা ২০ গোলে থামলে সালামের রেকর্ডটি ধরে প্রায় নিশ্চিত। আবাহনী ২৪ ম্যাচ খেলে এবারের লিগ শেষ করেছে। শেখ রাসেলের নাইজেরিয়ার রাফায়েল উদোরা ১৯ গোল দিয়ে দ্বিতীয় স্থানে আছেন। আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। এক ম্যাচে তার পক্ষে নয় গোল করা অসম্ভব বলেই

ধরে নেওয়া যায় তাই সালামের রেকর্ডটি অক্ষুণœ থাকছে। সালাম তার রেকর্ড ধরে রাখলেও এবার পেশাদার লিগে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন বিদেশি ফুটবলাররাই। ২০০৭ সালে শুরু হওয়ার পর এই লিগে একবারই স্থানীয় ফুটবলাররা সর্বোচ্চ গোলদাতা হন। বাকি আসর বিদেশীদের দখলে।

সর্বশেষ খবর