শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
১০ নারী ক্রীড়াবিদ হাসপাতালে

এসএ গেমস ক্যাম্পে ডেঙ্গু আতঙ্ক

ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ পর্যন্ত ১০ জন নারী ক্রীড়াবিদের জ্বর হওয়ায় নেওয়া হয়েছে হাসপাতালে

ক্রীড়া প্রতিবেদক

ডেঙ্গুতে আতঙ্কিত ক্রীড়াঙ্গনও। ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। বাংলাদেশের বিভিন্ন ডিসিপ্লিনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ক্রীড়াবিদরা থাকছেন আবাসিক ক্যাম্পে। সেখানেও রক্ষা নেই। হানা দিয়েছে এডিস মশা। কয়েক জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ পর্যন্ত ১০ জন নারী ক্রীড়াবিদদের জ্বর হওয়ায় নেওয়া হয়েছে হাসপাতালে। এর মধ্যে তিনজনের ডেঙ্গু ধরা পড়েছে। বাকিদের মেডিকেল চেকআপ করা হচ্ছে। রিপোর্ট আসলে বোঝা যাবে তাদের কি অবস্থা। কাবাডির জান্নাতুল নাইম বৃষ্টি, খোখোর আসমা ও বাস্কেটবলের বৃষ্টির ডেঙ্গু ধরা পড়েছে তা এক বার্তা সংস্থাকে নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চিকিৎসক ডা. সফিকুর রহমান।

যাদের জ্বর হয়েছে তারা সবাই থাকেন ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। সফিকুর জানান এখানেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি সামাল দিতে। ডেঙ্গু সন্দেহে খোখোর হ্যাপি, প্রিয়ঙ্কা, হাছনা, সম্পা ও আছমা। কাবাডির মুসলিমা এবং বাস্কেটবলের বৃষ্টির চিকিৎসা চলছে বাংলাদেশ মেডিকেল কলেজে। পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে কাবাডির বৃষ্টি, মিতু, তাসমিন, রেখা ও শ্রাবণীকে। এর মধ্যে শ্রাবণীর হয়েছে ডায়রিয়া।

সর্বশেষ খবর