শনিবার, ৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শেখ রাসেল তৃতীয়

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেল তৃতীয়

দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আজ মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামছে দলটি। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। নিশ্চিত হয়েছে রেলিগেশনও। প্রিমিয়ার লিগ থেকে ছিটকে পড়েছে টিম বিজেএমসি ও নোফেল। গতকাল নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ। দুই দলই জয় দিয়ে শেষ করেছে মৌসুম। এর মধ্যে রাফায়েল ওডোইনের হ্যাটট্রিকে সিলেট স্টেডিয়ামে শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। এই জয়ে ২৪ ম্যাচে ১৬ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে মৌসুম শেষ করেছে শেখ রাসেল। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পয়েন্ট ৬২ এবং ৫৮ পয়েন্ট নিয়ে রানার্স আপ ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চিনেডু ম্যাথিউর হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারায় আরামবাগ। এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে লিগ শেষ করেছে মতিঝিলপাড়ার দল আরামবাগ। কোনো রকমে রেলিগেশন থেকে বেঁচে যাওয়া ব্রাদার্সের পয়েন্ট ২১।  সিলেট স্টেডিয়ামে বিজেএমসিকে এগিয়ে নেন কিংসলে ৩০ মিনিটে। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে শেখ রাসেল। বিদেশি রিক্রুট রাফায়েল প্রথমার্ধে ২টি ও এবং দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে হ্যাটট্রিক করেন। প্রথমার্ধের ৩৭ ও যোগ করা সময়ে গোল দুটি এবং ৭৮ মিনিটে হ্যাটট্রিক করেন রাফায়েল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় পর্বের ম্যাচে ৩ মিনিটে পার্কের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ১২ মিনিটে আরামবাগকে সমতায় ফেরান পল এমিল। এরপর তিনি আরও একটি গোল করেন ৩৭ মিনিটে। তবে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলেন চিনেডু ম্যাথিউ। হ্যাটট্রিক করে ২০, ২৪ ও ৪৩ মিনিটে। গোপীবাগের দল ব্রাদার্সের পক্ষে ব্যবধান ২-৫ করেন রাব্বি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর