রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সত্যিই অসাধারণ বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

সত্যিই অসাধারণ বসুন্ধরা

পেশাদার ফুটবল লিগে পেশাদারিত্ব বলতে যা বোঝায় তা আমি পুরোটায় খুঁজে পেয়েছি বসুন্ধরা কিংসের ভিতর। অভিষেকে ক্লাবটি যা দেখিয়েছে তা এক কথায় আমি বলব অসাধারণ। কথাগুলো বলছিলেন জাতীয় দলের সাবেক নন্দিত ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। খেলা ছেড়েছেন অনেক আগেই। তবুও ফুটবলের মায়া ছাড়তে পারেননি। বর্তমানে তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান।

চুন্নু বলেন, ‘অভিষেক আসরে লিগ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ফুটবলে নতুন এক ইতিহাস গড়েছে বসুন্ধরা কিংস। আমি তাদের প্রাণঢালা অভিনন্দন জানাই। ঘরোয়া ফুটবলে অনেক দলই চ্যাম্পিয়ন হয়েছে। আমি নিজেও চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছি। তবে বসুন্ধরা কিংসের বিষয়টি পুরোপুরি আলাদা। নতুন দলে টিম ম্যানেজমেন্ট, কোচ১ ও খেলোয়াড়দের মধ্যে যে সমন্বয় রয়েছে  যা দেখে আমি সত্যিই মুগ্ধ। পেশাদারিত্ব মনোভাব থাকলে অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করা যায় তা প্রমাণ করেছে কিংস। যোগ্য কোচ অস্কার, খেলোয়াড় ড্যানিয়েল কলিনড্রেস, মার্কোস ও বখতিয়ার। এই তিন বিদেশির নৈপুণ্যে কিংসের শিরোপা জেতাটা সহজ করে দিয়েছে। লাখ লাখ টাকা পারিশ্রমিক পেলেই হয় না, দলের জন্য উজাড় হয়ে খেলতে হয় তা দেখিয়েছেন কলিনড্রেসরা।’

 তাদের কাছ থেকে আমাদের ফুটবলারদের অনেক কিছুই শেখার আছে। কিংসকে অনুসরণ করলে শুধু লিগ নয় দেশের ফুটবলে পরিবর্তন আসতে বাধ্য।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর