রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম

মে ডে স্টেডিয়াম, উত্তর কোরিয়া

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হচ্ছে মে ডে স্টেডিয়াম। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং-এ অবস্থিত। দর্শক ধারণক্ষমতা ১ লাখ ১৪ হাজার। স্টেডিয়ামটি ৫১ একর জমির নির্মাণ করা হয়েছে। ১৯৮৯ সালে ১ মে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। এক সময় সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম বলতে বলা হতো ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের কথা। কিন্তু মারাকানা ধারণক্ষমতা এখন ৭৯ হাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর স্টেডিয়াম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেডিয়াম। ধারণক্ষমতা ১ লাখ ১০ হাজার।

মে ডে স্টেডিয়াম আগে অ্যাথলেটিকসের জন্য ব্যবহার করা হতো। সাম্প্রতিক এই স্টেডিয়ামটি ফুটবলের জন্য ব্যবহৃত হচ্ছে।

সর্বশেষ খবর