রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সেপ্টেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ

ক্রীড়া প্রতিবেদক

সেপ্টেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ

পেশাদার লিগ শেষ। ফুটবলারদের এখন কাতার বিশ্বকাপ বাছাইপর্বে প্রস্তুতির পালা। এর মধ্যে আবার বাফুফে তার নিজস্ব আন্তর্জাতিক টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজনের প্রস্তুতি নিয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর জাতির জনকের নামে এই টুর্নামেন্ট হওয়ার কথা। যদিও আন্তর্জাতিক সিডিউলে চাপ থাকবে অনেক। তবু বাফুফে বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে নামাতে চায়।

ফিফা-এএফসির ব্যস্ত সূচির কারণে বিশ্বে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট কমে গেছে। অনেক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট হারিয়ে গেছে। কিন্তু বাফুফে চাচ্ছে না কোনোভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপে ব্যাঘাত ঘটুক। বিদেশি কোন দলকে আমন্ত্রণ জানাবে এখনো ঠিক হয়নি। তবে চ্যাম্পিয়ন ফিলিস্তিন আসছে না নিশ্চিত। ভুটানকে আমন্ত্রণ জানানোর চিন্তা রয়েছে। আসতে পারে লাওস, কম্বোডিয়া ও তিমুর নোস্তকে। বাংলাদেশসহ ছয়টি দলের অংশ নেওয়ার সম্ভাবনা বেশি। গতবার তিন ভেন্যুতে ম্যাচ হলেও এবার হতে পারে দুই  ভেন্যুতে।

সর্বশেষ খবর