সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উভয় ইনিংসেই সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

উভয় ইনিংসেই সেঞ্চুরি

স্টিভ স্মিথ

আকাশসম চাপে ভেঙে পড়েননি। বরং বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জয় করে নেন সব চাপ। বার্মিংহামের এজবাস্টনে প্রতিপক্ষ ইংলিশ বোলারদের ব্যাট হাতে শাসন করেন লিখেন নতুন এক ইতিহাস। স্টিভ স্মিথ, যাকে বলা হয় আধুনিক ক্রিকেটের স্যার ডন ব্রাডম্যান। সেই স্মিথ ১৬ মাস নির্বাসন শেষে টেস্ট ক্রিকেটে ফিরেই নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে টিম অস্ট্রেলিয়ার সব ভার নিজ কাঁধে তুলে নিয়ে খেলেন অবিশ্বাস্য ক্রিকেট। ১৪২ বছরের টেস্ট ইতিহাসের ৮৫ নম্বর ক্রিকেটার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার আধুনিক ব্রাডম্যান। প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৪২ রানে। ৬৫ টেস্ট ক্যারিয়ারে এটা স্মিথের ২৫ নম্বর সেঞ্চুরি। সাবেক অধিনায়কের উভয় ইনিংসের সেঞ্চুরিতে ভর করে টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের করে নিচ্ছে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৪৮৭ রান তুলে অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে। ৩৯৮ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ১৩ রান তুলে দিন পার করেছে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল ডক্টরিং করে এক বছর নির্বাসিত হয়েছিলেন সব ধরনের ক্রিকেটে। বিশ্বকাপ ক্রিকেট দিয়ে ফিরেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার হয়ে খারাপ খেলেছিলেন, বলা যাবে না। কিন্তু স্মিথের নামের পাশে পারফরম্যান্স ঠিক উজ্জ্বল ছিল না। রঙিন পোশাক ছেড়ে সাদা পোশাকে ফিরেই দ্যুতি ছড়ান এজবাস্টনে। আরও ছড়াতে বেছে নেন চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে। প্রথম ইনিংসে ১২২ রানে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যখন খাদের কিনারায়, তখনই শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে খেলেন অবিশ্বাস্য ক্রিকেট। দ্বিতীয় ইনিংসে দল যখন কোণঠাসা, তখনো চার নম্বর জুটিতে ১৩০ এবং পঞ্চম জুটিতে যোগ করেন ১২৬ রান।

১৪২ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে ৮৫টি টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেন ক্রিকেটাররা। প্রথম ক্রিকেটার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করার বিরল রেকর্ড অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডস লির। সব মিলিয়ে ২১ বার অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা উভয় ইনিংসে সেঞ্চুরি করেন। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরির কীর্তি মুমিনুল হকের। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন। স্মিথের ইতিহাস গড়ার দিনে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যায় ইংল্যান্ডের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। সপ্তম ক্রিকেটার হিসেবে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ব্রড। ৮০০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরলীধরন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর