সোমবার, ৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
বসুন্ধরা কিংসের শুভেচ্ছা দূত

ম্যারাডোনা না রোনালদিনহো

ক্রীড়া প্রতিবেদক

ম্যারাডোনা না রোনালদিনহো

ঘরোয়া ফুটবলে সেরা আসর পেশাদার লিগ শেষ। শিরোপা জিতে স্বপ্নের ট্রফি ঘরে তুলেছে কিংস। অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েও বসুন্ধরা থেমে থাকতে চায় না। যেতে চায় বহুদূর। সামনে এএফসি কাপ, লিগ চ্যাম্পিয়ন হিসেবে বসুন্ধরা কিংস এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেছেন, শুধু ঘরোয়া নয়, আমাদের লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য এনে দেশের সুনাম বাড়ানো। সেভাবে প্রস্তুতি নেওয়া হবে এএফসি কাপের জন্য।

বসুন্ধরা কিংস সামনেও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়বে এ নিয়ে সংশয় নেই। বসুন্ধরা কিংস চাচ্ছে ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক জীবন্ত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে আনতে। এক্ষেত্রে আবার ব্রাজিলের সুপার স্টার রোনালদিনহোর কথা শোনা যাচ্ছে। দুজনই খেলা ছেড়েছেন অনেক আগে। তাই খেলোয়াড় হিসেবে আনার প্রশ্নই ওঠে না। ইমরুল হাসান বলেন, বসুন্ধরা কিংসের শুভেচ্ছা দূত হিসেবে দুই গ্রেট ফুটবলারকে আনার পরিকল্পনা রয়েছে। দুজনই ব্যস্ততার মধ্যে দিন কাটান। সুতরাং যাকে পাওয়া যাবে তাকেই শুভেচ্ছা দূত করার চিন্তা ভাবনা চলছে।

ইমরুল বলেন, ম্যারাডোনা বা রোনালদিনহোর সঙ্গে সরাসরি আলাপ হয়নি। তাদের এজেন্টের মাধ্যমে যোগাযোগ চলছে। তবে এদের কাউকে আনতে হলে লিখিতভাবে সুনির্দিষ্ট সময়ের কথা জানাতে হবে।

সর্বশেষ খবর