বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফুটবলের কালো চিতা

ফুটবলের কালো চিতা

ইউসেবিও

ফুটবলে ‘কালো চিতা’ বলা হয় পর্তুগালের কিংবদন্তি খেলোয়াড় ইউসেবিও দ্য সিলভা ফেরেইরাকে। ১৯৪২ সালে পর্তুগালের সাবেক উপনিবেশ মোজাম্বিকের বস্তিতে জন্ম হয়েছিল তার। বাবা রেলশ্রমিক শ্বেতাঙ্গ লরিন্ডো এবং মা আফ্রিকান কৃষ্ণাঙ্গ এলিসা। এ দরিদ্র পরিবারে তার জন্ম। কিন্তু জাদুকরী ফুটবল উপহার দিয়ে গোটা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন।

মাত্র আট বছর বয়সে বাবাকে হারিয়েছেন। ইউসেবিওর ছেলেবেলা থেকেই ছিল ফুটবলের প্রতি দারুণ নেশা।  স্কুল পালিয়ে বন্ধুদের সঙ্গে ফুটবলে  মেতে উঠতেন। চিতার মতো দুর্দান্ত গতি, বল নিয়ন্ত্রণে দক্ষতা, দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা, ড্রিবলিংয়ের জন্যই বিশ্বে তিনি কালো চিতা নামে পরিচিত। ২০১৪ সালে এই কালো চিতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর