বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সাক্ষাৎকার দিলেন ডোমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

সাক্ষাৎকার দিলেন ডোমিঙ্গো

স্টিভ রোডসের বিদায়ের পর মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকরা এখন অভিভাবকশূন্য। বিসিবি চাইছে খুব দ্রুত পূর্ণাঙ্গ কোচিং স্টাফ নিয়োগ দিতে। সেই ধারায় গতকাল দক্ষিণ আফ্রিকার রাসেল ক্রেইগ ডোমিঙ্গো সাক্ষাৎকার দিয়েছেন ক্রিকেট বোর্ডের কোচ নিয়োগ প্যানেলের কাছে। রাসেল ডোমিঙ্গো সাক্ষাৎকার দিলেও বাজারে গুঞ্জন আরও কয়েকজন কোচের নাম। এদের অন্যতম শ্রীলঙ্কার বরখাস্ত কোচ চন্ডিকা হাতুরাসিংহে, ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও পাকিস্তানের বরখাস্ত কোচ মিকি আর্থার। আলোচনায় এগিয়ে ছিলেন টাইগারদের সাবেক কোচ হাতুরাসিংহে। বিসিবি ইতিমধ্যেই ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি, পেস বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার চার্লস ল্যাঙ্গাভেল্টে ও স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে। আজ রাতেই তার ঢাকা ছেড়ে যাওয়ার কথা। রোডসের বিদায়ের নতুন কোচ চেয়ে সার্র্কুলার বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। প্রোটিয়াস সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো আবেদন করে গতকাল সকাল ঢাকায় আসেন। দুপুরে সাক্ষাৎকার দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বেক্সিমকো অফিসে। তাকে হেড কোচ হিসেবে রাখার চিন্তাভাবনা রয়েছে বিসিবি। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই তাকে দায়িত্ব দেওয়ার চিন্তা ভাবনা করছে। কারণ তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে। ডোমিঙ্গো ২০১২ থেকে ১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার টি-২০ কোচ ছিলেন। এরপর অবশ্য গ্যারি কাস্টেনের পরিবর্তে প্রোটিয়াদের টেস্ট ও ওয়ানডে দলকে কোচিং করিয়েছেন।   

সর্বশেষ খবর