শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশ-ভারত একই গ্রুপে

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে ব্যস্ত সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। চলতি মাসেই ভারতের কল্যাণী স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এখানে স্বাগতিক ভারত ছাড়াও অংশ নিবে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। সামনের মাসে নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব-১৮  এবং অক্টোবরে ভুটানে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত সাফ অ-১৮ ফুটবলের ড্র অনুষ্ঠানে এসব তথ্য জানান সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। গতকাল অনুষ্ঠিত ড্র’তে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপেই পড়েছে। বি গ্রুপে লাল-সবুজের জার্সিধারী তরুণদের খেলতে হবে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাইয়েও বাংলাদেশ ভারতের গ্রুপে আছে। অবশ্য এই গ্রুপে তিনটি দল থাকায় একদিক দিয়ে সুবিধাও হয়েছে। একটা ম্যাচ জিতলেই সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে। ২০-২৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সাতটি দেশ অংশ নিচ্ছে এবারের আসরে। বি গ্রুপের তিনটি ছাড়া এ-গ্রুপে লড়াই করবে চারটি দল। নেপাল, মালদ্বীপ, ভুটান ও পাকিস্তান। সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ২৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ২৯ সেপ্টেম্বর ফাইনাল হবে।

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ২১-৩১ আগস্ট। কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠেয়  টুর্নামেন্টটি লিগ ভিত্তিতে হবে। সর্বোচ্চ পয়েন্টধারী দু’টি দেশ ফাইনাল খেলবে। ২৩ আগষ্ট ভুটান, ২৫ আগষ্ট শ্রীলঙ্কা, ২৭ আগষ্ট নেপাল ও ২৯ আগষ্ট ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ আগষ্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ৯-১৫ অক্টোবর ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিঠাং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল রাউন্ড রবিন পর্বে খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল ফাইনাল খেলবে। ৯ অক্টোবর ভুটান, ১১ অক্টোবর নেপাল ও ১৩ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাকিস্তান ও মালদ্বীপে নারী দল না থাকায় তারা অংশ নিতে পারছে না। অন্যদিকে শ্রীলঙ্কার দল থাকলেও তারা খেলবে না বলে জানিয়েছে। এসব তথ্য জানিয়েছেন আনোয়ারুল হক হেলাল।

সর্বশেষ খবর