বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অপেক্ষায় বিসিবি

মাইক হেসন আসবেন!

ক্রীড়া প্রতিবেদক

মাইক হেসন আসবেন!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে মাশরাফি, সাকিব, মুশফিক, তামিমদের দায়িত্ব নিক মাইক হেসন। দায়িত্ব নিবেন কি না, কোনোরকমের প্রতিশ্রুতি দেননি নিউজিল্যান্ডের সবচেয়ে সফল কোচ। এমনকি দায়িত্ব নিতে সাক্ষাৎকার দিতে ঢাকায় আসেননি। আদৌ আসবেন কি না, সেটাও নিশ্চিত নয়। তারপরও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে পরিচালকরা সবাই অধীর অপেক্ষায় ৪৬ বছর বয়স্ক হেসনের। গতকাল ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু তিনি উড়ে গেছেন ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দায়িত্ব নিতে ব্ল্যাক ক্যাপসদের সাবেক কোচ আগামীকাল কপিল দেবদের কাছে সাক্ষাৎকার দিবেন। যদি পরীক্ষায় পাস করেন, তাহলে কোচ হবেন বিশ্বের অন্যতম ক্রিকেট পরাশক্তির। তখন সাকিবদের দায়িত্ব তুলে দিতে বিসিবিকে বেছে নিতে হবে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো, চন্ডিকা হাতুরাসিংহে কিংবা অন্য কাউকে। টাইগারদের কোচ হতে ঈদের আগে সাক্ষাৎকার দেন ডোমিঙ্গো। আসার কথা ছিল হেসনের। কিন্তু আসেননি। ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল গতকাল ঢাকায় আসবেন ব্ল্যাক ক্যাপসদের ৫১ টেস্ট ও ১০৭ ওয়ানডেতে কোচিং করানো হেসন। ঢাকায় না এসে তিনি উড়ে যান দিল্লি। ভারতীয় দলের কোচ হতে তিনি অলিখিত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রবী শাস্ত্রী, লালপুত রাজপুত, রবিন সিং, টম মুডি ও ফিল সিমন্সের। এদের মধ্যে থেকেই কোচ নিয়োগ দিবে ভারতীয় ক্রিকেট বোর্ড। হেসনকে কোচের দায়িত্ব দিতে শুধু ভারত নয়, আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ডও। শাস্ত্রী এখনো ভারতের কোচ। কিন্তু মিকি আর্থারকে চাকরিচ্যুত করায় পাকিস্তানের ক্রিকেটাররা এখন অভিভাবকশূন্য। টাইগাররা অভিভাবকশূন্য স্টিভ রোডসের বিদায়ে। বিশ্বকাপ শেষে দুই পক্ষের সমঝোতায় দায়িত্ব ছেড়ে দেন রোডস। ইংলিশ বংশোদ্ভূত কোচের বিদায়ের পর টাইগাররা শ্রীলঙ্কা সফরে যায় খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ে। যদিও দ্বীপরাষ্ট্র সফর করে টাইগাররা নিয়মিত স্কোয়াডের চার ক্রিকেটার মাশরাফি, সাকিব, লিটন ও সাইফুদ্দিনকে ছাড়া। খর্ব শক্তির দলটির পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর