বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ফুটবল লিগে প্রথম ডাবল হ্যাটট্রিক

ফুটবল লিগে প্রথম ডাবল হ্যাটট্রিক

মোহামেডানের জার্সিতে হাফিজ

হাফিজউদ্দিন আহমেদ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তবু সত্তর দশক পর্যন্ত মোহামেডানের পক্ষে নিয়মিত প্রথম বিভাগ ফুটবল লিগ খেলে গেছেন তিনি। অসংখ্য গোল করার কৃতিত্ব রয়েছে তার। হাফিজই প্রথম ফুটবলার যিনি স্বাধীনতার পর লিগে ডাবল হ্যাটট্রিক করেন। ১৯৭৩ সালে ফায়ার সার্ভিসের বিপক্ষে মোহামেডানের পক্ষে টানা ছয় গোল করে এ রেকর্ড গড়েন। তার ডাবল হ্যাটট্রিকে ওই ম্যাচে মোহামেডান ৬-১ গোলে জয় পেয়েছিল। হাফিজের পরই আবাহনীর কাজী সালাউদ্দিন সে বছরই দিলকুশার বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন। ১৯৭৬ সালে হাফিজের নেতৃত্বে মোহামেডান লিগে চ্যাম্পিয়ন হয়। ১৯৭৮ সালে তিনি ফুটবল ক্যারিয়ারে ইতি টানেন।

 

সর্বশেষ খবর