শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান

মেহরাব হোসেন অপি

ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডেতে সেঞ্চুরি করেন মেহরাব হোসেন অপি। ১৯৯৯ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন তিন অংকের জাদুকরী ইনিংস। ১১৬ বলে ৯ চার ও ২ ছক্কায় সাজানো ১০১ রানের ইনিংসটি অপির ১৮ ওয়ানডে ক্যারিয়ারেরই শুধু প্রথম ও একমাত্র সেঞ্চুরি নয়, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। মজার বিষয়, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরি অপির চাচা আজহার হোসেন সান্টুর। অপির ওয়ানডে অভিষেক ১৯৯৮ সালে মোহালিতে ভারতের বিপক্ষে। ক্যারিয়ারের তৃতীয় ম্যাচে খেলেন প্রথম হাফসেঞ্চুরি। ৭৩ রানের ইনিংসের পর আরও একটি হাফসেঞ্চুরি রয়েছে তার ক্যারিয়ারে। ১৯৯৯ সালের বিশ্বকাপে ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন ৬২ রানের ইনিংস। ১৮ ওয়ানডেতে মেহরাব অপি রান করেছেন ২৪.৯৪ গড়ে ৪৪৯ এবং সেঞ্চুরি একটি ও হাফসেঞ্চুরি ২টি। 

সর্বশেষ খবর