শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
ঢাকায় আসছে

এপ্রিল ২৫ ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ২৫ ক্লাব

এএফসি কাপের দ্বিতীয় পর্ব বা আন্তঃআঞ্চলিক ফাইনালের প্রথম লেগ খেলতে আজ ঢাকায় পা রাখছে উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন ক্লাব এপ্রিল ২৫। ২১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৭টায় আবাহনীর মুখোমুখি হবে কোরিয়ান ক্লাবটি। ফিরতি ম্যাচ পিয়ং ইয়ংয়ে ২৮ আগস্ট। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচটির সেরা ক্লাব খেলবে পরের রাউন্ডে। ম্যাচটিকে ঘিরে জোর প্রস্তুতি নিয়েছে আবাহনী। দলে ভিড়িয়েছে দুই বিদেশি। আফগানিস্তানের রক্ষণভাগের ফুটবলার মাসিহ সাইঘানির জায়গায় মিসরের সেন্টারব্যাক আলেদিন নাসের এবং মধ্যমাঠে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ওয়েলিংটন প্রিয়রির জায়গায় নিয়েছে দক্ষিণ কোরিয়ার তা মিন লিকে। এপ্রিল ২৫ ক্লাবটি ম্যাচের চার দিন আগে ঢাকায় আসার মূল কারণ ফ্লাইট শিডিউল। উত্তর কোরিয়া থেকে ঢাকায় আসার ফ্লাইট কম থাকায় চার দিন আগে ঢাকায় আসছে ক্লাবটি। বাংলাদেশের ফুটবলারদের কাছে অপরিচিত নয় এপ্রিল ২৫। উত্তর কোরিয়ার ক্লাবটির বিপক্ষে জয়ের রেকর্ডও আছে। প্রায় ৩১ বছর আগে ১৯৮৮ সালে মালয়েশিয়ার পাহাংয়ে এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল পর্বে এপ্রিল ২৫ ক্লাবকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।  দুই বছর পর, ১৯৯০ সালে এশিয়ান ক্লাব কাপের চূড়ান্ত পর্বে একই ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্রও করেছিল সাদাকালো শিবির। ১৯৯১ সালের ঢাকায় এএফসি কাপের চূড়ান্ত পর্বে তৃতীয় হয়েছিল উত্তর কোরিয়ান ক্লাবটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর